হুগলি, 28 সেপ্টেম্বর: শোনা যাচ্ছে, শিশির অধিকারী (Sisir Adhikari) কোন দলে অবস্থান করছেন, তা জানতে চেয়ে প্রিভিলেজ কমিটির তরফে তাঁকে একটি চিঠি পাঠানো হয়েছে (Lok Sabha Privilege Committee Issued Letter) ৷ যেখানে প্রিভিলেজ কমিটির সামনে হাজির হয়ে তাঁকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে ৷
এ প্রসঙ্গেই এবার শিশির অধিকারীকে বিঁধলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (TMC MLA Asit Mazumdar) ৷ তিনি বলেন, "শিশিরবাবু ছাড়াও দিব্যেন্দু অধিকারী আছেন ৷ তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দিলেন, সেটা আগে বলুন । সৎ সাহস থাকলে স্বীকার করুন । তাঁরা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে কেন ? একদিকে বলছেন আমি বিজেপিতে যাইনি অন্যদিকে আমাদের দলের নির্দেশ এড়িয়ে ভোট দিচ্ছেন ! শিশির বাবু কাকে ভোট দিলেন রাষ্ট্রপতি নির্বাচনে সেটা আগে বলুন ।"