বলাগড়, 23 ডিসেম্বর:আবাস যোজনার বাড়ি না পাওয়ায় আশাকর্মীর বাড়িতে চড়াও হলেন গ্রামবাসী । আতঙ্ক ও অবসাদে একাধিক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক আশাকর্মী । ঘটনাটি ঘটেছে বলাগড়ের বাকুলিয়া ধোবাপাড়ার (Villagers Attack on ASHA workers House at Balagarh) ৷
জানা গিয়েছে, পরিবারে বৃদ্ধ বাবার সঙ্গে থাকেন ওই মহিলা । ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে । গত মঙ্গলবার বিকেলে তাঁর বাড়িতে চড়াও হয় গ্রামের বেশকিছু মানুষ । তাঁদের দাবি, আবাস প্লাসের তালিকা থেকে তাঁদের নাম বাদ গিয়েছে । পঞ্চায়েত প্রধানকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে প্রধান আশা কর্মীর (ASHA worker) দিকে আঙুল তুলে দায় সারেন । এতেই কিছু মানুষ উত্তেজিত হয়ে পড়ে । পরে আশাকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । কিন্তু ফের তাঁর বাড়িতে চড়াও হয় গ্রামবাসী ৷ এতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি । তবে এবিষয়ে প্রধান মধুমিতা সমাদ্দার কোনও মন্তব্য না করলেও উপ-প্রধান বিষয়টি অস্বীকার করেছেন ।
বিজেপি ও সিপিএমের অভিযোগ, নিচুতলার যে সমস্ত কর্মীরা আবাস প্লাসের সমীক্ষার কাজ করছেন তাদেরই হুমকির মুখে পড়তে হচ্ছে । শাসক দল তাদের ঘনিষ্ঠ লোকেদের নাম তালিকায় তুলেছিল । সমীক্ষায় দেখা যাচ্ছে অনেকেরই পাকা বাড়ি আছে । সেই নাম বাদ দিতেই আশাকর্মীদের উপর আক্রমণ করা হয়েছে ।