উত্তরপাড়া, 16 নভেম্বর: স্কুলের বেতন বাকি থাকায় (Student Detained for Fees ) পড়ুয়াকে আটকে রাখার অভিযোগ উঠল বেসরকারি স্কুলের বিরুদ্ধে (School Officials Allegedly Detained Student) ৷ হুগলির উত্তরপাড়ায় হিন্দমোটর এলাকার একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়ার অভিভাবকরা ৷ মূলত, 3 মাসের বেতন স্কুলে জমা পড়েনি বলে (Arrears of 3 Months Fees), মঙ্গলবার ওই পড়ুয়াকে আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ ৷ ঘটনায় স্কুলের বিরুদ্ধে অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করতেই, 3 জন এসে পড়ুয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে যাওয়া হয় ৷ পালটা স্কুলের ওই তিনজনকে বাড়িতে আটকে রেখে বলা হয়, পুলিশ এলে তাঁদের ছাড়া হবে ৷
পড়ুয়ার অভিভাবকদের অভিযোগ, দুপুরে স্কুল ছুটির পরেও, ছেলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান তাঁরা ৷ পুলকার চালককে ফোন করা হলে, তিনি জানান অন্য পড়ুয়াদের ছেড়ে দেওয়া হলেও, ওই ছাত্রকে আটকে রাখা হয়েছে ৷ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায়, সন্ধ্যে বেলায় ছাত্রের বাবা ভিকি সচদেওয়া উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ৷ থানা থেকে ফিরে তিনি দেখেন, স্কুল থেকে 3 জন তাঁদের ছেলেকে বাড়িতে নিয়ে এসেছেন ৷
তবে, ভিকি সচদেওয়া ওই 3 জনকে আটকে রাখেন বাড়ির মধ্যে ৷ তিনি জানান, পুলিশ এলেই তাঁদের ছাড়বেন ৷ যার জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ তবে, ভিকি সচদেওয়া আর পুলিশকে ডাকেননি ৷ কয়েক ঘণ্টা পর স্কুলের ওই 3 সদস্যকে ছেড়ে দেওয়া হয় ৷