খানাকুল, 2 অগস্ট : খানাকুলে বন্যা পরিস্থিতিতে দুর্গতেদের উদ্ধারের জন্য নামানো হল সেনা । আজ ভোর থেকে দুটি সেনা হেলিকপ্টারের সাহায্যে মোট 30 জনকে উদ্ধার করা হয় ৷
অবিরাম বৃষ্টিতে রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ৷ বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে নদীর জল ৷ জলের তলায় চলে যায় অধিকাংশ বাড়ি ৷ এই ভয়াবহ পরিস্থিতিতে রবিবার সেনা নামানোর চেষ্টা হলেও প্রতিকূল আবহাওয়ার জন্য তা করা যায়নি ৷ আজ ভোর থেকে দুর্গতদের উদ্ধারের জন্য নামানো হয় সেনা ।
জানা গিয়েছে, খানাকুলের প্রায় চারটি গ্রাম পঞ্চায়েত জলের তলায় । তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত, কিশোরপুর 2 নম্বর পঞ্চায়েত ৷ এই পঞ্চায়েত এলাকায় বাঁধ ভেঙে প্রচুর বাড়ি ও ফসলের জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে ৷