হুগলি, 18 মার্চ: ফের বিজেপিকে আক্রমণ তৃণমূল সাংসদের (Aparupar taunted Shuvendu as Natobar Lal) । বিধানসভা বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার উল্লেখ করেন শুভেন্দু যে নটোবর লাল সেটা প্রমাণিত । শুভেন্দুর বিজেপিতে যাওয়া' ভালো সিদ্ধান্ত । তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা এরকম সিদ্ধান্ত নিলে বেঁচে যেত, জেল যেতে হতো না ! এমনটাই মনে করছেন, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ।
এক টুইটে তিনি লিখেছেন, "দিদি 2018 ও 2019 সালে ইন্ডোর স্টেডিয়াম এবং নজরুল মঞ্চের দলীয় মিটিংয়ে বলেছিলেন টাকা নিয়ে থাকলে ফেরত দাও । যদি দিদির কথা আমরা শুনতাম আজ এই দিন দেখতে হত না । আমাদের দলের কোনও দোষ নেই। আমি যদি দোষী হই আমার পাশেও দল দাঁড়াবে না । সোজা বাইরে রাস্তা দেখিয়ে দেবে সেটা আমি জানি । শুভেন্দু জানত ওকে জেলে যেতে হবে । আর দল তাকে বাইরে করে দিত । এই জন্য এমন সিদ্ধান্ত নিল । টাকাও বেঁচে গেল আর জেলে যেতেও হল না । আর চুরি করে এমএলএ হয়ে পুরানো দিনের বিজেপি নেতাকে বুড়ো আঙুল দেখিয়ে বিরোধী দলনেতা হয়ে গেল ।" এর আগেও সাগর দিঘিতে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন অপরূপা । দলেরই একাংশকে মীরজাফর বলে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট লেখেন সাংসদ । সেইসঙ্গে শুভেন্দুকে সামাজিক মাধ্যমেও এক হাত নিয়েছেন ।
এরপর সংবাদ মাধ্যমে শুভেন্দু কে নটোবর লাল বলে কটাক্ষ করে অপরূপা । তাঁর বক্তব্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী, নটোবর লাল এটা প্রমাণিত । অধীরকে সাহায্য করেছেন শুভেন্দু অধিকারী । বিরোধী দলনেতা যেভাবে কংগ্রেসকে সাহায্য করল সেটা নিজের সভা থেকে শুভেন্দু আগেই বলেছিলেন । মা-মাটি-মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয় সেটা 2021 সালেই প্রমাণিত । মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই আমরা এমপি, এমএলএ , চেয়ারম্যান, মন্ত্রী হতে পারি । কারণ তিনি জননেত্রী । আমি ঠিকই বলেছি, কারণ দিদি সবাইকে সতর্ক করেছিলেন টাকা ফেরত দেওয়ার কথা । অনেকে টাকাও ফেরত দিয়েছিলেন ।