আরামবাগ (হুগলি), 11 জানুয়ারি : আরামবাগের তিরোল অঞ্চলের পুইন গ্রামে পৌষ সংক্রান্তির উৎসব পালিত হয় গ্রাম বাংলার পুরনো নিয়ম মেনে (Arambag Paush Parbon Dheki Story) ৷ পুইন গ্রামে পৌষ সংক্রন্তির পিঠে, পুলিতে ব্যবহার হওয়া চালের গুঁড়ো তৈরি করা হয় ঢেঁকিতে পিষে ৷ ঢেঁকিতে পেষা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়, পুলি পিঠে, চিতল পিঠে, পাটিসাপটা, গোকুল পিঠের মতো সুস্বাদু মিষ্টান্ন ৷ সেই সঙ্গে পুইন গ্রামের প্রতিটি ঘরে পৌষ সংক্রান্তিতে লক্ষ্মীপুজো হয় ৷ নতুন ধান তোলা হয় বলে মা লক্ষ্মীর পুজো হয় ৷
আগের দিনে শীতকালে নতুন ফসল ওঠার পর ঢেঁকিতে ধান ভাঙা হত (Arambag Dheki Story) ৷ এখন সময়ের তালে তাল মিলিয়ে উন্নত যন্ত্রে ধান ভেঙে চাল বের করা হয় ৷ আতপ চাল ঢেঁকিতে পিষে গুঁড়ো করা হত ৷ যে চাল দিয়ে নানা স্বাদের পিঠে তৈরি হত পৌষ সংক্রান্তিতে ৷ কিন্তু, আধুনিক যুগে উন্নত যন্ত্রের দৌলতে ঢেঁকি বিদায় নিয়েছে ৷ কিন্তু, হুগলির আরামবাগের তিরোল অঞ্চলের পুইন গ্রামের বাসিন্দা পুরনো সেই ধারাকে বয়ে নিয়ে চলেছেন ৷ এখনও শীতকালে ঢেঁকিতে আতপ চাল পেষা হয় পিঠে তৈরির জন্য ৷