পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Aparupa Criticise Kalyan : কল্যাণকে ‘ঘরশত্রু বিভীষণ’ বলে তোপ অপরূপার, চিফ হুইপ পদে ইস্তফা দাবি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে দলের অন্দরে কোণঠাসা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ কুণাল ঘোষের পর এবার কল্যাণের সমালোচনায় আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Criticise Kalyan) ৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মুখ খোলায়, লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফা দাবি করলেন অপরূপা (Aparupa Poddar Demands Kalyan Banerjees Resignation as TMC Chief Whip Post of Lok Sabha) ৷

aparupa-poddar-demands-kalyan-banerjees-resignation-as-tmc-chief-whip-post-of-lok-sabha
aparupa-poddar-demands-kalyan-banerjees-resignation-as-tmc-chief-whip-post-of-lok-sabha

By

Published : Jan 14, 2022, 12:39 PM IST

আরামবাগ (হুগলি), 14 জানুয়ারি : সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিষেককে নিয়ে করা মন্তব্যের প্রভাব এবার তৃণমূলের সংসদীয় দলের অন্দরেও ৷ লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদ থেকে কল্যাণের ইস্তফা দাবি করলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার ৷ রীতিমতো চাঁছাছোলা ভাষায় কল্যাণকে আক্রমণ করেছেন তিনি ৷ যেখানে কল্যাণকে ঘরশত্রু বিভীষণ বলে নিশানা করেছেন আরামবাগের সাংসদ ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে দলবিরোধী কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি (Aparupa Criticise Kalyan) ৷

প্রসঙ্গত, গত সপ্তাহে আলিপুরে দক্ষিণ 24 পরগনার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন জেলার 4 লোকসভার সাংসদ, জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকরা ৷ বৈঠকের পর করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে সবরকম ধর্মীয় ও সামাজিক জমায়েত, মিটিং-মিছিল এবং নির্বাচন বন্ধ রাখার কথা বলেন অভিষেক ৷ যা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ ৷ তবে, অভিষেকের এই মন্তব্যকে মানতে পারেননি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কারও ব্যক্তিগত মত থাকতে পারে না বলে মন্তব্য করেন কল্যাণ ৷ সরাসরি অভিষেককে নিশানা করে বলেন, তৃণমূলে একজনই সব ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর কারওকে তিনি নেতা বলে মানেন না ৷ এমনকি মমতা সরকারের বিরুদ্ধাচারণ করেছেন বলেও অভিষেককে আক্রমণ করেন কল্যাণ ৷

আরও পড়ুন : Kalyan Slams Rajib: নাম না-করে রাজীবকে কটাক্ষ কল্যাণের

কল্যাণের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায় তৃণমূলের অন্দরে ৷ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের ব্যক্তিগত মতামতের বিরুদ্ধাচারণ করার মতো সাহস ঘাসফুল শিবিরে এই মুহূর্তে কারও আছে বলে জানা ছিল না ৷ আর সেটাই করে দেখিয়েছেন বরাবরের ঠোঁটকাটা কল্যাণ ৷ আর তার প্রভাব এবার সংসদীয় দলের মধ্যে ৷ লোকসভার চিফ হুইপ পদ থেকে কল্যাণের ইস্তফা দাবি করেছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar Demands Kalyan Banerjees Resignation as TMC Chief Whip Post of Lok Sabha) ৷ তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতের বিরোধিতা করার অর্থ, দলের বিরোধিতা করা ৷ সেই সঙ্গে ঘরশত্রু বিভীষণ বলেও শ্রীরামপুরের সাংসদকে নিশানা করেন অপরূপা ৷

আরও পড়ুন : Abhishek Banerjee on Covid : কমিশনের উল্টোপথে হেঁটে ভোট পিছনোর পক্ষে সওয়াল অভিষেকের

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একটা নীতিতে চলে বলে এ দিন জানান অপরূপা পোদ্দার ৷ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই নীতির বিরুদ্ধে কথা বলেছেন বলে অভিযোগ করেন অপরূপা ৷ তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আগেও জানিয়েছেন ৷ দলের মধ্যে কারও কোনও অভিযোগ থাকলে, তা শীর্ষ নেতৃত্বের কাছে জানাতে অথবা সরাসরি তৃণমূল সুপ্রিমোকে বলতে ৷ কিন্তু, অভিষেক নিয়ে প্রকাশ্যে মুখ খুলে কল্যাণ নিজের অধিকারের সীমা লঙ্ঘন করেছেন ৷’’

আর কল্যাণের এই আচরণ তাঁর মতো বহু তরুণ নেতা-নেত্রীদের মনোবলে আঘাত করেছে বলে অভিযোগ অপরূপার ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে তাঁরা অভিষেকের মতামতকে গুরুত্ব দেন বলে জানান তৃণমূল সাংসদ ৷ তবে, শুধু অপরূপা নন ৷ অভিষেক নিয়ে কল্যাণের প্রকাশ্য সমালোচনা, ভালভাবে নেয়নি কালীঘাটের শীর্ষ নেতারাও ৷ যার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details