শেওড়াফুলি, 9 মার্চ: তাঁকে নাকি যুবা বয়সের অনুব্রত মণ্ডলের মতো দেখতে (Fish Seller looks like Anubrata Mondal) ! আর সেটাই এখন বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ কেউ বা কারা লুকিয়ে তাঁর ছবি তুলে পোস্ট করে দিয়েছে সোশাল মিডিয়ায় ৷ এখন সেই ছবি ভাইরাল ! সবথেকে বড় কথা হল, অনেকেই দাবি করছেন, এই ছবি নাকি আসলেই অনুব্রত মণ্ডলের তরুণ বয়সের ছবি ! যখন তিনি বাহুবলী নেতা ছিলেন না ৷ ছিলেন একজন সাধারণ মাছ বিক্রেতা ৷ এমন ঘটনায় ঘুম ছুটে গিয়েছে সুকুমার হালদার ও তাঁর পরিবারের সদস্যদের ৷ কারণ, 'যুবা অনুব্রত মণ্ডল' বলে যাঁর ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেটি আসলে এই সুকুমারের ৷ হুগলির শেওড়াফুলির বাসিন্দা সুকুমারও একজন মাছ বিক্রেতা !
বৃহস্পতিবার সুকুমারের কাছে পৌঁছে গিয়েছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ সাংবাদিককে সামনে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন খেটে খাওয়া মাঝবয়সি মানুষটি ৷ জানালেন, তাঁকে যে কিছুটা বীরভূমের কেষ্টর মতো দেখতে, একথা ক্রেতারা অনেকেই বলেন ৷ কেউ কেউ আবার এ নিয়ে ঠাট্টাও করেন ৷ কিন্তু, সুকুমার কোনও দিন সেসব গায়ে মাখেননি ৷ গোল বাধে কিছুদিন আগে থেকে ৷ যখন সোশাল মিডিয়ায় তাঁর ছবিকেই অনুব্রত মণ্ডলের ছবি বলে দেগে দেওয়া হয় ! কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছেন, জানেন না সুকুমার ৷ শুধু জানালেন, তিনি খেটে খাওয়া, অভাবী মানুষ ৷ তাঁর সঙ্গে এমন 'রসিকতা' যাঁরা করেছেন, তাঁদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ৷