শ্রীরামপুর, 4 মার্চ: হুগলিতে নেই আন্টি র্যাবিস ভ্যাকসিন ৷ তার জেরে চরম ভোগান্তির মুখে রোগীরা ৷ শুধু একটি হাসপাতাল নয়, জেলার কোনও হাসপাতালে পাওয়া যাচ্ছে না এই জীবনদায়ী ভ্যাকসিন ৷ কেউ আবার প্রথম ডোজটি পেলেও বাকি ডোজের জন্য হন্যে হয়ে ঘুরছেন । বিভিন্ন জায়াগায় দরবার কোনও লাভ হয়নি ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিনের সরবরাহ না-থাকার কারণেই সমস্যা তৈরি হয়েছে ৷ হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, "জেলা থেকে রিকুইজিশন দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এসে যাবে ৷"
বলাগড় ব্লক হাসপাতাল, জিরাটের আহমেদপুর হাসপাতাল-সহ ব্লক হাসপাতাল থেকে চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা সরকারি হাসপাতালে কুকুর-বিড়ালের কামড় খেয়ে রোগীরা ভিড় করছেন ৷ প্রাণ বাঁচাতে ভ্যাকসিনের জন্য ঘুরছেন । তাতে আখেরে সমস্যায় পড়েছে দুঃস্থ শ্রেণি ৷ মাঝে মধ্যেই হাসপাতালগুলিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে ৷
এক রোগী সুফলচন্দ্র দাস বলেন, "আমাকে কুকুরে কামড়েছে ৷ আমি 27 তারিখ প্রথম ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন পাইনি ৷ নিজে বাইরে থেকে কিনেছিলাম ৷ আজ ডেট ছিল ৷ সেইমতো এসেও ভ্যাকসিন পাচ্ছি না ৷ হাসপাতাল থেকে বলে দিল, নিজেকেই কিনতে হবে ৷ এখনও দুটো ভ্যাকসিন বাকি ৷ সরকারের যে ভ্যাকসিন দেওয়া কথা সেটা পাচ্ছি না ৷ ডাক্তারবাবু বলছেন ভ্যাকসিন নেই ৷"