বাঁশবেড়িয়া, 8 নভেম্বর: এ বছর থেকে কালীপুজোয় বলি প্রথা রদ করল বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের সেবাইতরা। এখানে হংসেশ্বরী কালী মূর্তির শান্ত রূপ বিরাজমান। সারাবছর শান্ত রূপেই পুজো হয় দেবীর। কিন্তু কালীপুজোয় এলোকেশী উগ্ররূপে পুজো হয় মায়ের। এখানে পশুবলির প্রচলন রয়েছে প্রায় 208 বছর ধরে। শুধু কালীপুজোর দিন নয়, বছরের বিভিন্ন সময় বলি দেওয়া হত হংসেশ্বরী মা'কে। পশুবলি নৃশংসতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইটিভি ভারতকে জানিয়েছেন মন্দিরের পুরোহিত।
পুরোহিতের কাছ থেকে ইতিহাস সম্পর্কে জানা যায়, 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরীর মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়। তৎকালীন সময় স্বপ্নাদেশ পান রাজা নৃসিংহদেব। তিনি মা হংসেশ্বরীর মন্দির তৈরি করার সংকল্প নেন। কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি। পরবর্তীকালে তাঁর স্ত্রী রানি শঙ্করীদেবী এই কাজ সম্পন্ন করেন। অভূতপূর্ব মন্দির স্থাপন করা হয় এখানে। ষটচক্রভেদ প্রণালীতে এই মন্দির নির্মিত হয়। মন্দির 70 ফুট উচ্চতাবিশিষ্ট ছ'তলা ও 3টি চূড়া বিশিষ্ট।
মানবদেহের ঈরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্না ও চিত্রিনী নামক যে পাঁচটি নারী বিদ্যমান আছে, সেই অনুযায়ী মন্দির তৈরি হয়েছিল। মন্দিরের চারপাশের প্রতিটি চূড়ার নীচে একটি করে কালো শিবলিঙ্গ রয়েছে। উপরে একতলায় একটি সাদা শিবলিঙ্গ পূজিত হয়ে আসছে। প্রতিটি চূড়াই পদ্মের আকারের এবং মূল বেদি গোলাকার প্রস্ফুটিত পদ্মের মতো। পঞ্চমুণ্ডি আসনের উপর অধিষ্ঠিত দেবী। মূল মন্দিরে কুণ্ডলিনী শক্তিরূপে দেবী হংসেশ্বরীকে প্রতিষ্ঠা করা হয়েছে।