বৈদ্যবাটী, 25 এপ্রিল :দক্ষিণবঙ্গের প্রচণ্ড গরম প্রাণ কাড়ল বৃদ্ধের ৷হাসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী ৷ গরমের দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ ৷ চারিদিকে বয়ছে লু ৷ দক্ষিণে নেই বৃষ্টি, তাপমাত্রার পারদ দিন কে দিন বেড়েই চলেছে ৷ এই গরম সহ্য করতে না পেরে সোমবার বৈদ্যবাটীতে মৃত্যু হল এক বৃদ্ধের (Old Man old man dies of sunstroke in hooghly) ৷
এরই মধ্যে শেওড়াফুলি হাট থেকে বাজার করে ফেরার সময় বৈদ্যবাটীর পোদ্দারঘাট এলাকায় প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ। বৃদ্ধের নাম শ্যামল কুমার দাস, বয়স হয়েছিল 74 বছর ৷ স্থানীয়রা বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যায় । পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসককে ডেকে আনে । চিকিৎসক এসে পরীক্ষা করে দেখে তাঁকে মৃত ঘোষণা করেন । বৃদ্ধের নাতনি অর্পিতা দাস বলেন, "দাদু শেওড়াফুলি হাটে বাজার করে বাড়ি ফিরছিলেন ৷ সকাল দশটা নাগাদ । সেই সময় দাদু অসুস্থ বোধ করায় সাইকেল থামিয়ে দাঁড়িয়ে যান। দাদুর চোখে মুখে জল দেয় সেখানকার স্থানীয়রা। একটু স্বাভাবিক হওয়ার পর ফের সাইকেলে উঠতে গেলে পড়ে যান দাদু ।"