পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 14, 2021, 7:34 PM IST

Updated : May 15, 2021, 9:53 AM IST

ETV Bharat / state

করোনা রোগীকে নিয়ে ঘুরল অ্যাম্বুলেন্স, ভাড়া উঠল 33 হাজার টাকা

হিন্দমোটর থেকে কলকাতা হয়ে করোনা রোগীকে নিয়ে ফের ঘরে ফেরা ৷ আর তাতেই বিল উঠল 33 হাজার টাকা ৷ এমনই অভিযোগ হুগলির কোন্নগরের বাসিন্দা তনুশ্রী মজুমদারের ৷

hooghly ambulence service allegedly taking
hooghly ambulence service allegedly taking

হুগলি, 14 মে : হুগলির হিন্দমোটর থেকে কলকাতা হয়ে করোনা রোগীকে নিয়ে ফের হিন্দমোটর ফেরা ৷ তাতেই অ্যাম্বুলেন্সের ভাড়া উঠল 33 হাজার টাকা ৷ হাতে টাকা না থাকায় রোগীর আত্মীয়রা সোনার চেন বন্ধক রেখে বিল মেটায় ৷

করোনা পরিস্থিতিতে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে লাগামছাড়া দর হাঁকাচ্ছেন অ্যাম্বুলেন্স চালকরা ৷ এমনই অভিযোগ দমদমের এক অ্যাম্বুলেন্স সংস্থার বিরুদ্ধে ৷ অভিযোগ হুগলির কোন্নগরের বাসিন্দা তনুশ্রী মজুমদারের ৷ কয়েকদিন আগে অসুস্থ স্বামী মেহতাব আলম আনসারিকে হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তনুশ্রী ৷ করোনা রিপোর্ট পজিটিভি আসে বৃহস্পতিবার ৷ শরীরের অক্সিজেনের মাত্রা কমতে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় ৷ হিন্দমোটর অঞ্চলে কোনও সিসিইউ অ্যাম্বুলেন্স না পেয়ে দমদমের এক বেসরকারি অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করেন তনুশ্রী । হিন্দমোটর থেকে কলকাতার কয়েকটি হাসপাতাল ঘুরে কোথাও ভর্তি হতে না পেরে প্রায় ছয় ঘন্টা পর আবার হিন্দমোটরে ফিরে আসেন তাঁরা । এতেই 33 হাজার টাকা ভাড়া গুনে নেয় অ্যাম্বুলেন্স । টাকা না থাকায় নিজের গলার সোনার চেন বন্ধক রেখে টাকা মেটান তনুশ্রী মজুমদার নামে ওই যুবতী ।

আরও পড়ুন : পথ বলে দাও তুমি...হাসপাতালে বসে গাইছেন অমল

অ্যাম্বুলেন্স সংস্থার মালিক উত্তম ঘোষের সাফাই, "সিসিইউ অ্যাম্বুলেন্সের ভাড়া সাধারণ অ্যাম্বুলেন্সের তুলনায় বেশি । সেখানে ডাক্তার, টেকনিশিয়ান থাকেন । কলকাতার একাধিক হাসপাতালে ঘুরে আবার হিন্দমোটরে ফিরে আসেন ওই রোগী । ভিজিটিংয়ের চার্জ নেওয়া হয়েছে ।" তবে ভাড়া যে বেশি নেওয়া হয়েছে তা স্বীকার করেছেন সংস্থার মালিক ৷ তিনি বলেন, "আমাকে বললে হয়তো ভাড়া কিছুটা কমানো যেত । পরিস্থিতির কারণে অ্যাম্বুলেন্সের ভাড়া বেশি হয়েছে ।"

Last Updated : May 15, 2021, 9:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details