পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরামবাগে বামেদের লরি ইউনিয়ন অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - LEFT

বামেদের লরি ইউনিয়ন অফিস দখলের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরে ৷ অভিযোগ অবশ্য অস্বীকার করেছে শাসকদল ৷

আরামবাগে লরি ইউনিয়ন অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷
আরামবাগে লরি ইউনিয়ন অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷

By

Published : May 6, 2021, 10:21 PM IST

আরামবাগ, 6 মে: আরামবাগ শহরের বামেদের লরি ইউনিয়নের অফিস দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় পুলিশ আটক করেছে 2 জনকে ৷ যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে ।

জানা গিয়েছে, আরামবাগ শহরে বামেদের শ্রমিক সংগঠনের লরি ইউনিয়নের অফিস রয়েছে হাসপাতাল মোড়ে । বামেদের রেজিস্ট্রিকৃত অফিসটি বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই কয়েকজন রং করতে শুরু করেন । বিষয়টি নজরে আসতেই বাম নেতৃত্ব খবর দেয় পুলিশে । আরামবাগ থানার পুলিশ গিয়ে 2 জনকে আটক করে । আটক হওয়া ব্যক্তিরা লরির কর্মী ৷ এবিষয়ে তাঁরা জানান, এতদিন তাঁদের বসার মতো নির্দিষ্ট কোনও জায়গা ছিল না । তাই তাঁরা বাধ্য হয়েই এই অফিসটি দখল নয়, বসার ব্যবস্থা করছেন । এতে কোনও রাজনৈতিক রং নেই ।

বামেদের শ্রমিক সংগঠন সিটুর দাবি, এটি জোর করে জবর দখল করছে তৃণমূল । এদিন তৃণমূলের মদতেই কার্যালয়টি দখল করা হল । যদিও তৃণমূলের দাবি, এই ঘটনায় তাদের কোনও সম্পর্ক নেই । বাস ও লরির কর্মীরাই এই ঘটনা ঘটাচ্ছে ।

আরও পড়ুন: দলবদলুদের চাইল না বাংলা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details