চন্দননগর, 1 ফেব্রুয়ারি: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ চন্দননগর মহকুমা হাসপাতালে (Chandannagar Sub Divisional Hospital) । পরিবারের দাবি, নার্সের গাফিলতিতেই ঘটনাটি ঘটেছে। মহিলা ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান রোগীর পরিবার । মৃতের নাম শ্রাবণী ধর (46) । তিনি ভদ্রেশ্বর এনএস রোডের শরৎপল্লির বাসিন্দা ছিলেন । জানা গিয়েছে, গত 28 জানুয়ারি চিকিৎসা করাতে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় শ্রাবণীকে । স্পন্ডালাইটিসের ব্যাথা নিয়ে তিনি ভর্তি হন । মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় মহিলার ৷ তারপরই হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে তাঁর পরিবারের লোকজন । অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে মহিলার । সেভাবে কোনও চিকিৎসা হয়নি তাঁর ।
মৃতের স্বামী সুদেব ধরের দাবি করেন, সকালে তাঁর স্ত্রী ঠিকই ছিলেন । কিন্তু বিকেলে দেখা করতে গিয়ে দেখেন স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন । অক্সিজেন লাগানো ছিল তাঁর মুখে । এরপর চিকিৎসককে ডাকা হয় । তিনি আসলে কর্তব্যরত নার্সরা বাইরে যেতে বলেন সুদেবকে । তার প্রায় বেশ কিছুক্ষণ পর হাসপাতালের আয়াদের টাকাও দেন সুদেব ৷ তবে তখনও শ্রাবণীর মৃত্যুর ব্যাপারে কিছু জানানো হয়নি স্বামীকে বলে অভিযোগ । স্ত্রীকে দেখে বেরিয়ে আসার সময় তাঁর শরীরে হাতে দিয়ে দেখেন ঠান্ডা ৷ এরপরেই তিনি বুঝতে পারেন শ্রাবণী মারা গিয়েছেন বলে দাবি সুদেবের (Allegation of patient death due to medical negligence) ।