পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চন্দননগরে নার্সকে চড় মারার অভিযোগ মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে - lockdown news

চন্দননগর ফটকগোড়ার ঘটনা । পুলিশের নাকা চেকিংয়ের সময় নার্সকে চড় মারার অভিযোগ উঠেছে মহিলা পুলিশের বিরুদ্ধে ।

ছবি
ছবি

By

Published : Apr 29, 2020, 11:01 PM IST

চন্দননগর, 29 এপ্রিল : চন্দননগর ফটকগোড়ায় পুলিশের নাকা চেকিংয়ের সময় নার্সকে চড় মারার অভিযোগ উঠল মহিলা পুলিশের বিরুদ্ধে । ইতিমধ্য়েই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন । জেলা প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

হুগলি কনটেইনমেন্ট জ়োন ঘোষণা হওয়ার পর থেকেই আরও কড়া হয়েছে পুলিশ । বেশ কয়েকদিন ধরে চন্দননগর কমিশনারেটের নানা এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, সোমবার রাতে চন্দননগর হাসপাতালের একজন নার্স বাইক চেপে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। সেইসময় ফটকগোড়া এলাকায় তাঁদের পথ আটকায় পুলিশ। সেখানেই নার্সের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। অভিযোগ, তা দেখাতে না পারায় আটকে রাখা হয় ওই নার্সকে । নার্সের সঙ্গে থাকা এক যুবককেও আটকে রাখা হয় । এরপরই শুরু হয় বচসা। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বচসা চলাকালীন ওই মহিলা পুলিশ চড় মারে নার্সকে ।

এই ঘটনার পরই চন্দননগর মহকুমা হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানায় ওই নার্স। বিষয়টি চন্দননগর থানাতেও জানানো হয়েছে বলে খবর । এনিয়ে ওই নার্সকে ফোন করা হলে তিনি জানান, তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন । এর বেশি কিছু বলার নেই। অভিযুক্ত মহিলা পুলিশকে এনিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তাঁকে গালিগালাজ করার পর এমন ঘটেছে ।

এবিষয়ে চন্দননগর কমিশনারেটের DCP বিশপ সরকার বলেন, "নাকা চেকিংয়ের সময় পরিচয় পত্র না থাকার জন্য আমাদের এক পুলিশ কর্মীর সঙ্গে গন্ডগোল বাধে। সেই সূত্র ধরে তদন্ত চলছে । তদন্তের পরই ব্যবস্থা নেওয়া হবে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details