হুগলি, 21 এপ্রিল : এবার কোন্নগরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল (Allegation of Gang Rape of a young girl in Hooghly) । অন্তরঙ্গ ভিডিয়ো তুলে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই তরুণীর । হুগলির উত্তরপাড়া থানার পুলিশ এই ঘটনায় চারজন যুবককে গ্রেফতার করেছে ।
অভিযোগ, গত 1 মার্চ এলাকারই এক যুবক তরুণীকে ধর্ষণ করে ভিডিয়ো তুলে রাখে । সেই ভিডিয়ো দেখিয়ে বাকি অভিযুক্তরাও ধর্ষণ করে । পরে ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় । এরপর তরুণীর পরিবার পুলিশে অভিযোগ জানায় । অভিযুক্ত পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক ও আকাশ জানা নামে এলাকারই চারজনকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ (Police arrested four persons)।
শ্রীরামপুর মহিলা থানায় তরুণীর পরিবার অভিযোগ জানায় । ঘটনার খবর স্থানীয় কোন্নগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে বেবির কাছে পৌঁছায় । তৃণমূল কাউন্সিলর এবারের মত অভিযুক্তদের ছেড়ে দিতে বলেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি গতকালই ঘটনার কথা জেনেছেন । তাঁকে কেউ এবিষয়ে কিছু জানায়নি । পুলিশ অভিযুক্তদের ধরেছে তাঁদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে । কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, "পুলিশ ঘটনার তদন্ত করছে । গতকাল অভিযোগ পাওয়ার পর পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে । এতে আমাদের কোনও ব্যাপার নেই । আইন আইনের পথে চলবে ।"