শ্রীরামপুর, 17 জুন : তিনতলা বাড়ি ক্ষতিগ্রস্ত । এমনই কারণ দেখিয়ে নিজের স্ত্রীর নামে আমফানের ত্রাণ নেওয়ার চেষ্টার অভিযোগ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে । অভিযুক্তের নাম মনোজ সিং । ঘটনা চণ্ডীতলা 2 নম্বর ব্লকের গরলগাছা গ্রাম পঞ্চায়েতের । তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব হয়েছে BJP । প্রধানের ইস্তফা দাবি করেছে তৃণমূল নেতা-কর্মীদের একাংশও ।
আমফানে যাদের বাড়ি ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত, তাদের 20,000 টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে রাজ্য সরকারের তরফে । অভিযোগ, গরলগাছার প্রধান মনোজ সিং নিজেই সেই টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছেন । নিজের তিনতলা বাড়ি ক্ষতিগ্রস্ত দেখিয়ে, আমফান দুর্গতদের তালিকায় নিজের স্ত্রীর নাম ঢুকিয়ে দেন । ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় BJP নেতা-কর্মীরা সরব হয় । এরপরই ওই প্রধান BDO-র দ্বারস্থ হন । তাঁর স্ত্রীর নাম সহ মোট ৯২ জনের নাম বাদ দেওয়ার জন্য অনুরোধ করেন BDO-কে ।
এবিষয়ে BJP নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, "আমফানের পর থেকে নানা খাতে ত্রাণের টাকা লুট হচ্ছে । গরলগাছা পঞ্চায়েতের প্রধানের তিনতলা বাড়ি না কি ক্ষতিগ্রস্ত হয়েছে । তিনি আবার ত্রাণের টাকা পেয়েছেন । এটা তৃণমূল বলেই সম্ভব । প্রধানের বিরুদ্ধে FIR করার আবেদন করা হয়েছে । জানি না প্রশাসন কী করবে ? কেন্দ্রের কাছে এক লাখ কোটি টাকা চেয়েছে তৃণমূল । আমাদের সন্দেহ হচ্ছে, এক লাখ কোটি টাকার মধ্যে কত কোটি টাকা তৃণমূলের পকেটে যাবে । পঞ্চায়েত নেতা থেকে শুরু করে রাজ্যের নেতারা সবাই সাধারণ মানুষের টাকা চুরি করছে । এর থেকে বড় দুর্নীতি হয়তো কিছুই হয়নি । পদত্যাগের কথা বললেও, প্রধান টাকাটা তো গুছিয়ে নিয়েছেন । তাঁর দেখাদেখি অনেকেই কাটমানি খাচ্ছেন ।"