BJP-র পঞ্চায়েত সদস্যার বাড়িতে চড়াও হয়ে মারধর, অভিযুক্ত তৃণমূল - বৈচি বাঁটিকা পঞ্চায়েত
অনিমা মণ্ডলের অভিযোগ, "বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য পঞ্চায়েতের সদস্য হিসেবে আমি সকলকে নিয়ে বসতে চাইলেও আমাকে মানতে চাইছে না । উলটে তৃণমূলের বেশ কয়েকজন আমার উপর হামলা চালায় ।"
পাণ্ডুয়া, 2 নভেম্বর : লক্ষ্মী পুজোর অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গন্ডগোল । আর তার জেরে BJP-র পঞ্চায়েত সদস্যার বাড়িতে চড়াও হয়ে মারধর । তাঁর পরিবারের মোট চারজন আহত । গোটা ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে । পাণ্ডুয়ার বৈচি বাঁটিকা গ্রাম পঞ্চায়েতের চৌবেড়ার ঘটনা । হামলার ঘটনায় ছয় জনের নামে পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন BJP-র বৈচি বাঁটিকা পঞ্চায়েত সদস্য অনিমা মণ্ডল । তবে তৃণমূলের দাবি BJP-র সদস্যকে কোনও মারধর করা হয়নি । উলটে তৃণমূলের লোকজনকে মারধর করা হয়েছে বলে পালটা অভিযোগ তুলছে শাসকদলের স্থানীয় নেতারা । তৃণমূলের অভিযোগ, "ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে । তারা যদি অভিযোগ করে আমরাও অভিযোগ করব ।"
লক্ষ্মী পুজো উপলক্ষে রবিবার খামারুপাড়ায় দুই পাড়ার মধ্যে মাইক বাজছিল । সেই জায়গায় সদস্যার আত্মীয়স্বজন যান । এরপর মাইকের সামনে নাচানাচি করতে গেলে দু'পক্ষের মধ্যে গন্ডগোল বাধে ।মদ্যপ অবস্থায় দুই তরফের হাতাহাতিতে জড়িয়ে পড়ে বাপ্পা খামারু নামে এক আত্মীয় । হাতাহাতি থামাতে গেলে সদস্যার দেওর বিকাশ মণ্ডলের গলা টিপে ধরে তাঁকেও মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ । গতকালই পুলিশ এসে বিষয়টি মীমাংসা করে যায় । অভিযোগ, এরপর আজ সকালে ফের সদস্যার বাড়িতে চড়াও হয় তৃণমূলের কর্মীরা । পরিবারের চার সদস্যকে মারধর করা হয় । অনিমা মণ্ডলকে মারধরের সময় তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি । পরে তিনি পাণ্ডুয়া থানায় গোটা ঘটনার অভিযোগ দায়ের করেন।