হুগলি, 12 জুন: আমফানে ভেঙে পড়া গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়া নিয়ে অন্তর্দ্বন্দ্ব তৃণমূলে৷ দলের নেতার বিরুদ্ধে প্রতিবাদ করায় জেলা পরিষদের সদস্যার বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ৷ জেলা পরিষদ সদস্যা শম্পা দাস অভিযোগ তুললেন আশুতোষ গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত সরকারের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান৷ অন্যদিকে, এই বিষয়ে উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানালেন হুগলি তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব৷
শম্পা দাস জানান, ঘটনার সূত্রপাত আমফান ঝড়ে পড়ে যাওয়া গাছ বিনা টেন্ডার বিক্রি করে দেওয়া নিয়ে৷ শম্পাদেবীর অভিযোগ, এই কাজ করেন স্থানীয় কিছু তৃণমূল নেতাই। তাঁর আরও অভিযোগ, গাছ বিক্রির বিরুদ্ধে সরকারি দপ্তরে অভিযোগ করায় তাঁর উপর চড়াও হয় দলের লোকারাই৷ দু'দিন আগে ব্লক অফিসে ডেকে নিয়ে গিয়ে ঘণ্টা খানেক ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। জেলা পরিষদ সদস্যা শম্পা দাসের চাঞ্চল্যকর অভিযোগ, হরিপাল বিধায়ক বেচারাম মান্না সহ ব্লক নেতৃত্ব থেকে নিদান দেওয়া হয়, দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে৷ পাশাপাশি এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলা যাবে না বলেও জানানো হয়। এছাড়াও সরকারি কোনও অনুসন্ধান হলে তিনি ভুল অভিযোগ করেছেন বলে স্বীকার করতে হবে তাঁকে৷ এরপরই গতকাল শম্পা দাস মুখ্যমন্ত্রীর দপ্তর, হুগলি জেলা অবজার্ভার ফিরহাদ হাকিম এবং তৃণমূল হুগলি জেলা সভাপতি দিলীপ যাদবের কাছে লিখিত অভিযোগ জানান৷ এবং আজ তাঁর বাড়িতে হামলা চালানো হয়।