ধনেখালি, 6 মে : BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি ধনেখালির শিবাইচণ্ডীর মৈদিপুরে 159 নম্বর বুথের ।
ধনেখালিতে লকেটের গাড়ি ভাঙচুর - congress
ধনেখালির শিবাইচণ্ডীর মৈদিপুরে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।
অভিযোগ, আজ শিবাইচণ্ডীর মৈদিপুরে 159 নম্বর বুথের EVM ভেঙে দেয় BJP কর্মীরা । তার জেরেই তৃণমূলকর্মীরা বিক্ষোভ দেখায় । লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করে । পাশাপাশি কয়েকজন সাংবাদিকের গাড়ি ভাঙচুর করা হয় । এই ঘটনায় প্রিজ়াইডিং অফিসারকে পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে FIR করার নির্দেশ দিল নির্বাচন কমিশন ।
লকেট চট্টোপাধ্যায় বলেন, "আমরা 159 নম্বর বুথে গেছিলাম । সেখানে আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি । পুরোপুরি ছাপ্পা ভোট চলছিল । আমাদের কাছে খবর আসে কোনও ভোটার ভোট দিতে পারেনি । দেখি বুথের পাশের ঘরে CRPF ও প্রিজ়াইডিং অফিসারকে বসিয়ে মাংস খাওয়ানো হচ্ছে । আমি বলতে গেলে আমাকে মারধর করা হয়। চুলের মুঠি ধরে ধাক্কা মারা হয় আমাকে । লাথি মারা হয়। পরে আমার গাড়ি ভাঙচুর করা হয় । আমি কোনওরকমে প্রাণ নিয়ে বেরিয়ে আসি । সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয় । তাদের মারধর করা হয়। কয়েকজনকে তালাবন্দী করে রাখা হয়েছিল। তবে এই ভোট মানুষ নেবে না । আমরা জেলাশাসকের অফিসে অভিযোগ জানাতে যাচ্ছি। "