চন্ডীতলা, 7 জুন : মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনাটি চন্ডীতলার জনাই চিকরন্ডে এলাকার । বুধবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূল নেতা সনৎ হালদার পাশের বাড়ির দুই নাবালিকাকে ডেকে অশ্লীল ছবি দেখাচ্ছিল বলে অভিযোগ । সেই সময় ঘটনাটি নজরে পড়ে এক নাবালিকার বাবার । তিনি মেয়েকে তড়িঘড়ি বাড়ি আসতে বলেন । মেয়ে বাড়ি ফিরলে তাকে জিজ্ঞাসা করে জানা যায়, সনৎ ওই নাবালিকাদের অশ্লীল ছবি দেখিয়ে গায়ে হাত দিত । এই ঘটনায় নাবালিকার বাবা চন্ডীতলা থানায় সনতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।
অশ্লীল ছবি দেখিয়ে দুই নাবালিকাকে যৌন হেনস্থা, অভিযুক্ত তৃণমূল নেতা - police
মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে POCSO আইনের মামলা দায়ের হয়েছে ।
এই ঘটনায় নাবালিকার বাবা বলেন, "ঘটনাটি নজরে আসতেই মেয়েকে ডেকে জিজ্ঞাসা করি । ও বলে, বাবা আমাদের নোংরা ছবি দেখাচ্ছিল আর আমাদের গায়ে হাত দিচ্ছিল । সনৎ হালদার আমাদের প্রতিবেশী । আমরা ওকে ধরতে গেলে ও পালিয়ে যায় । তারপরই থানায় এসে অভিযোগ জানাই । আমি চাই ওর শাস্তি হোক । আর কারও সঙ্গে যেন এরকম না করতে পারে ।" চন্ডীতলা থানায় সনতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযুক্ত সনতের বিরুদ্ধে POCSO আইনে মামলা দায়ের করা হয়েছে ।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন, "যার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তার কোনও রাজনৈতিক রং থাকতে পারে না । আমি খবর পেয়েই পুলিশের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছি । অভিযোগ খতিয়ে দেখে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে ।"