পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার কাঠগড়ায় BJP, আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ - বিজেপি

আমফানে ক্ষতিগ্রস্ত দেখিয়ে আত্মীয়দের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল BJP-র পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ৷

Allegation against BJP
দুর্নীতির অভিযোগ এবার BJP-র বিরুদ্ধে

By

Published : Jul 7, 2020, 10:40 AM IST

রিষড়া, 7 জুলাই : কাগজে কলমে আমফানে ক্ষতিগ্রস্ত দেখিয়ে আত্মীয়দের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল BJP-র পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ৷ হুগলির রিষড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷ ওই পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে বিক্ষোভও দেখায় গ্রামবাসীরা ৷ হরাল গ্রাম পঞ্চায়েতের BJP সদস্যদের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছে CPI(M) ৷

রিষড়া গ্রাম পঞ্চায়েতের BJP সদস্য বেবি বিশ্বাসের সংসদ এলাকায় 100 দিনের কাজের দু'জন সুপার ভাইজ়ার রয়েছেন ৷ গ্রামবাসীর অভিযোগ, এই দু'জনের কারও বাড়ি আমফানে ক্ষতিগ্রস্ত নয় ৷ কিন্তু তারপরও ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তাঁরা ৷ আর এই সবটাই BJP সদস্য বেবি বিশ্বাসের মদতে হয়েছে বলে অভিযোগ ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন বেবি বিশ্বাস ৷ তিনি জানিয়েছেন, সমস্ত কাজ পঞ্চায়েতের কথামতো হয়েছে ৷ আর পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে রয়েছে তৃণমূল ৷

অন্যদিকে হরাল গ্রাম পঞ্চায়েতের BJP সদস্যদের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছে CPI(M) ৷ তাদের অভিযোগ, পঞ্চায়েতের তরফে ক্ষতিগ্রস্তদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে একাধিক BJP কর্মীর নাম রয়েছে ৷ CPI(M)-র দাবি, তৃণমূল ও BJP যোগসাজশে এইসব করছে ৷

অভিযোগ অস্বীকার করেছেন হরাল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ৷ তাঁর দাবি, তৃণমূল BJP-কে বদনাম করার জন্য এসব করছে ৷ তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব পালটা অভিযোগ করেন, "ঘনিষ্ঠদের নাম BJP সদস্যরাই দিয়েছেন । তৃণমূলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । BJP-রও উচিত ব্যবস্থা নেওয়া । "

ABOUT THE AUTHOR

...view details