রিষড়া, 7 জুলাই : কাগজে কলমে আমফানে ক্ষতিগ্রস্ত দেখিয়ে আত্মীয়দের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল BJP-র পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ৷ হুগলির রিষড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷ ওই পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে বিক্ষোভও দেখায় গ্রামবাসীরা ৷ হরাল গ্রাম পঞ্চায়েতের BJP সদস্যদের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছে CPI(M) ৷
রিষড়া গ্রাম পঞ্চায়েতের BJP সদস্য বেবি বিশ্বাসের সংসদ এলাকায় 100 দিনের কাজের দু'জন সুপার ভাইজ়ার রয়েছেন ৷ গ্রামবাসীর অভিযোগ, এই দু'জনের কারও বাড়ি আমফানে ক্ষতিগ্রস্ত নয় ৷ কিন্তু তারপরও ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তাঁরা ৷ আর এই সবটাই BJP সদস্য বেবি বিশ্বাসের মদতে হয়েছে বলে অভিযোগ ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন বেবি বিশ্বাস ৷ তিনি জানিয়েছেন, সমস্ত কাজ পঞ্চায়েতের কথামতো হয়েছে ৷ আর পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে রয়েছে তৃণমূল ৷