পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পর্যাপ্ত ভ্যাকসিন নেই, কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ - VACINE CRICIS

রাজ্যে ক্রমশই বাড়ছে করোনার সংক্রমণ। একই পরিস্থিতি আরামবাগ মহকুমা অঞ্চলেও। প্রতিদিন লাফিয়ে বাড়ছে নতুন করে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শুক্রবার ভোররাত থেকে দীর্ঘ লাইন গোঘাটের কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে। কেবলমাত্র একটা ভ্যাকসিনের জন্য। এরপরেও ভ্যাকসিন না পেয়ে ফিরে গেলেন অনেক বাসিন্দারাই।

HOOGHLY
করোনা ভ্যাকসিন

By

Published : May 14, 2021, 6:24 PM IST

কামারপুকুর, 14 মে: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। একই পরিস্থিতি আরামবাগ মহকুমা অঞ্চলেও। প্রতিদিন লাফিয়ে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শুক্রবার ভোররাত থেকে দীর্ঘ লাইন গোঘাটের কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে। কেবলমাত্র একটা ভ্যাকসিনের জন্য। এরপরেও ভ্যাকসিন না পেয়ে ফিরে গেলেন অনেক বাসিন্দারাই। তাঁদের মধ্যে অধিকাংশই প্রবীণ নাগরিক। কিন্তু নেই পর্যাপ্ত ভ্যাকসিন। সেই কারণেই এদিন ক্ষোভে ফেটে পড়লেন গোঘাটের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় স্বাস্থ্য দফতরের কর্মী ও পুলিশ প্রশাসনকে। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।

ভ্যাকসিন নিতে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকেই। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিনের দেখা মেলেনি। এরপরই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন অনেকে আবার আক্ষেপের সুরে বলেই ফেললেন,' ভোটের সময় বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার সময় লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে বয়স্কদের। আমরা করোনার টিকা নিতে নয়, এখানে মনে হচ্ছে করোনার চাষ করতে এসেছি।' পাশাপাশি তাঁদের অভিযোগ, তাঁরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও বাইরে থেকে অন্য লোকজন এসে ভ্যাকসিন নিয়ে চলে যাচ্ছেন।

করোনা ভ্যাকসিন

আরও পড়ুন:কোভিড মোকাবিলায় জেলা প্রশাসনকে নিজেদের অ্যাম্বুলেন্স দিল জলপাইগুড়ি প্রেসক্লাব

পক্ষপাতিত্ব করা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাই। একাংশের অভিযোগ, কোথাও কোনও সুব্যবস্থা নেই। প্রচণ্ড গরমে অপেক্ষা করতে হচ্ছে। বয়স্ক ব্যক্তিরা লাইনে রয়েছেন। দূরত্ব বিধিও মানা যাচ্ছে না। সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে পরিস্থিতি বেগতিক হয়ে যাচ্ছে আঁচ করেই এদিন পুলিশ ঘটনাস্থলে আসে। তারা কোনওরকমে বাসিন্দাদের শান্ত করার চেষ্টা করেন। লাইনে দাঁড়ানো মানুষদের প্রশ্ন, কেন বার বার তাঁদের এই ভোগান্তির মধ্যে ফেলা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার মত হুগলির গোঘাটেও ভ্যাকসিন ভোগান্তি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

ABOUT THE AUTHOR

...view details