হুগলি, 15 জুলাই: করোনায় দু'বছর বন্ধ ছিল শ্রাবণী মেলা (Tarkeshwar Shravani Mela)। এ বছর আবার ও শুরু হয়েছে এই মেলা । গোটা শ্রাবণ মাস আমাদের রাজ্য ছাড়াও ভিন্ন রাজ্য থেকে বহু পূণ্যার্থী তারকেশ্বরে জল ঢালতে আসেন । শ্রাবণী মেলা উপলক্ষ্যে শহর অঞ্চলের বিভিন্ন ঘাটে ব্যারিকেট মাইকিং ও সিসিটিভি লাগানো হয়েছে । গঙ্গায় ও তারকেশ্বর দুধ পুকুরে স্পিডবোর্ড রাখা হয়েছে । যাতে কোনও অপ্রতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হয় । সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে । পুলিশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে । সেই সঙ্গে হুগলি গ্রামীণের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।
তারকেশ্বর মন্দিরে ভক্তদের জন্য গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতেই জল ঢালতে হচ্ছে । সকাল থেকেই দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত মন্দিরে উপস্থিত হয়েছেন । শ্রীরামপুর মহকুমা প্রশাসন, চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন । দমকল, পূর্ত (সড়ক), জিআরপি, আরপিএফ প্রভৃতি দফতরের আধিকারিক এবং বিভিন্ন ঘাটের কর্তৃপক্ষরা নজরদারি চালাচ্ছে ।
অন্যদিকে, মেলাকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা তুঙ্গে । রাস্তা এবং মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার । দমকলবাহিনীর তরফ থেকে একটি গাড়ি রাখা হয়েছে মন্দির চত্বরে । তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে 20 জনের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান । মন্দির চত্বরে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে ।