চুঁচুড়া, 20 অগাস্ট : মিড ডে মিলে দেওয়া হয়েছিল নুন-ভাত ৷ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরই চুঁচুড়া বালিকা বাণীমন্দিরের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকেই ৷ সমালোচনা শুরু হতেই নড়েচড়ে বসল প্রশাসন ৷ যার পরিণতি আজ স্কুলে ছাত্রীদের মিড ডে মিলের পাতে পড়ল ভাত, ডিম ৷ আজ স্থানীয় কাউন্সিলর তথা স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের উদ্যোগে স্কুলে পৌঁছায় ডিম, মশলা ৷
মিড ডে মিলে দুর্নীতি নিয়ে গতকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল চুঁচুড়া বালিকা বাণীমন্দির ৷ গতকাল এই নিয়ে সরব হন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ পরে তিনি বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করেন ৷ এরপরই নড়েচড়ে বসে প্রশাসন ৷ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আজ স্কুলে যান পশ্চিমবঙ্গ চাইল্ড রাইটস কমিশনের প্রতিনিধিরা ও চুঁচুড়ার সদর SDO অরিন্দম বিশ্বাস ৷ পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা বলেন, "যতদিন না এই সমস্যার স্থায়ী সমাধান হয়, ততদিন পর্যন্ত স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করবে জেলা প্রশাসন ৷"
সভাপতির তত্ত্বাবধানেই মিড ডে মিলে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আজ স্কুলে গৌরীকান্তবাবুর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্কুলের শিক্ষিকারা ৷ তাঁদের অভিযোগ, শিক্ষিকাদের সমর্থন ছাড়াই টিচার ইন চার্জ নির্বাচন হয়েছিল ৷ বর্তমান টিচার ইন চার্জ পূর্বা মুখোপাধ্যায় ও শমিতা কুশারি তাঁর স্নেহধন্য ছিল ৷ তাদের তত্ত্বাবধানেই এ সব হয়েছে ৷ শিক্ষিকা দীপান্বিতা ঘোষ বলেন, "স্কুল থেকে অনেক টাকা চুরি হয়েছে ৷ সেটা সভাপতির সামনে আনা উচিত ছিল ৷ যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের উনি সুরক্ষা দিচ্ছেন ৷" যদিও তাঁদের অভিযোগ অস্বীকার করে গৌরীকান্তবাবু বলেন, "স্কুলের শিক্ষিকারা ABTA-এর সদস্য ৷ ওরা BJP-র সঙ্গে জোট করে স্কুলে অরাজক পরিস্থিতি তৈরি করছেন ।"