চন্দননগর, 8 ফেব্রুয়ারি: বিনা অক্সিজেনে ধৌলাগিরি ও এভারেস্টের পর বিশ্বের পঞ্চম ও দশম পর্বতশৃঙ্গ জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন চন্দননগরের পিয়ালী বসাক। এবছর তাঁর টার্গেট বিনা অক্সিজেনেই মাকালু ও অন্নপূর্ণা জয়। পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা (8091 মিটার/26800 ফিট) এবং পঞ্চম উচ্চতম মাকালু আরোহণে আগামী 7 মার্চ অভিযান শুরু করতে চলেছেন পিয়ালী (Piyali is going to Conquer Makalu and Annapurna Peaks Without Oxygen) ৷ ইতিমধ্যেই সামিট করার অনুমতি পত্র চলে এসেছে তাঁর কাছে।
7 মার্চ যাত্রা শুরু করবেন তিনি। যদিও তাঁর মাথার উপর বিপুল টাকা ঋণের বোঝা। তারপরও তিনি এগিয়ে যেতে চান। এর আগে বহু মানুষ ও সংস্থা আর্থিকভাবে সাহায্য করেছিলেন তিনি। এবারে তাঁর আশা যদি কোনও সংস্থা, কেন্দ্র বা রাজ্য সরকার পিয়ালীর এই পর্বতারোহণে এগিয়ে আসেন তাহলে অনেকটাই সুবিধা হবে ৷ এর মধ্যেই বেশ কিছু সংস্থার কাছে আবেদন করেছেন তিনি। কিন্তু কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে চিন্তিত পরিবার।
এর আগে 2021-এ বিনা অক্সিজেনের ধৌলাগিরি পর্বতারোহণ করেছেন তিনি ৷ 2022 সালে বিনা অক্সিজেন এভারেস্টের চূড়ায়ে পৌঁছেছিলেন তিনি। যদিও 8 হাজার 490 মিটারের পর তুষার ঝড়ের কারণে সাপ্লিমেন্টারি অক্সিজেন নিতে বাধ্য হয়েছিলেন বাঙালি এই পর্বতারোহী। এরপর 2022 অক্টোবর-নভেম্বরে পৃথিবীর ষষ্ঠতম শৃঙ্গ চৌ ইউ গিয়েছিলেন তিনি ৷ যদিও তুষারঝড়ের কারণে ফিরে আসতে হয়েছিল তাঁকে। যদিও আগে থেকেই সমস্ত প্রতিকূলতার মধ্যেই বিনা অক্সিজেনের অন্নপূর্ণা-সহ আরও বেশকিছু শৃঙ্গ জয় করার স্বপ্ন দেখছিল পিয়ালী। রাজ্য ও কেন্দ্রীয় সরকার কাছে পিয়ালী ও তাঁর পরিবারের একটাই আবেদন, যাতে আর্থিকভাবে সাহায্য করা হয় পিয়ালীকে ৷