হুগলি, 23 মে: দৃষ্টিহীন মানুষদের জন্য স্মার্ট টুপি বানিয়ে চমক লাগিয়েছে চন্দননগরের ছাত্র আদিত্য রায়। এলাকারই কানাই লাল স্কুলের নবম শ্রেণীতে পড়ে সে। বাবা বিদ্যুৎ দফতরের কর্মী। ফলে ছোট বেলা থেকেই বাবার ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে খেলাই ছিল তার নেশা। সেই নেশা থেকেই নানা রকম জিনিস তৈরি করতে শুরু করে সে । এবার সে বানিয়ে ফেলেছে দৃষ্টিহীন মানুষদের জন্য বিশেষ স্মার্ট টুপি ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে আসার পথে মাঝে মধ্যেই আদিত্যর নজরে পড়ে রাস্তায় থাকা দৃষ্টিহীন মানুষদের দিকে । তার মনে হয়, এই সকল অসহায় মানুষদের রাস্তা পারাপারে বেশি সমস্যা হবে । তার এই দেখে খারাপ লাগত । অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কিছু একটা করার কথা ভাবে সে । সেই ভাবনা থেকেই আদিত্য বানিয়ে ফেলে রাস্তায় পরে চলার জন্য বা পারাপারের জন্য স্মার্ট টুপি । এই স্মার্ট ক্যাপ পরে অনায়াসেই রাস্তায় চলাচল করতে পারবে। এই স্মার্ট ক্যাপে থাকছে আল্ট্রা সনিক সিস্টেম। যা দিয়ে ডিভাইসের সামনে কোন বস্তু এলে তীব্র আওয়াজ হয়। আর তাতেই সতর্ক হতে পারবেন দৃষ্টিহীন মানুষেরা।
এছাড়াও টুপির মধ্যে থাকছে ব্লুটুথ হেড ফোন, জিপিএস ট্র্যাকিং সিস্টেম। এই গ্যাজেটগুলি চলবে সোলার চার্জারের মাধ্যমে । স্মার্ট ডিভাইসটি থাকছে একটি হালকা প্লাস্টিক টুপির উপর। যারা চোখে দেখতে পান না তাঁদের জন্য এটা খুবই কার্যকরী হবে বলে মনে করেছে খুদে ইঞ্জিনিয়ার। তবে সমস্ত ব্যাপারটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। স্কুল পড়ুয়া আদিত্য চায় এই প্রজেক্টকে আরও উন্নত করতে চায়। তাই তার ইচ্ছা, যদি কোনও কোম্পানি এগিয়ে আসে পাশে দাঁড়ানোর জন্য তাহলে তার এই উদ্দেশ্য সফল হয়। এই স্মার্ট ক্যাপটি কিনলে গ্রাহকদের দিতে হবে 2 হাজার টাকা। যদি ব্যবসায়িক ভিত্তিতে তৈরি করা হলে আরও কম খরচ পড়বে এটি। এই স্মার্ট ক্যাপের পেটেন্ট নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আদিত্য ও তার পরিবারের।