পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাম-কংগ্রেসের জন্য "দোয়া" চাইতে ফুরফুরায় অধীর-আবদুল - জাঙ্গিপাড়ায় অধীর চৌধুরি

"বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেস এবং বাম আগামী দিনে জোটবদ্ধভাবে লড়াই করতে চাইছে । বাংলাকে রক্ষা করার স্বার্থে ধর্মনিরপেক্ষ শক্তির হাত মজবুত করা দরকার । তাই পীরজাদাদের দোয়া করার জন্য বলেছি ।" আব্বাস সিদ্দিকী এবং ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ শেষে বললেন অধীর চৌধুরি ।

Adhir Chowdhury in Jangipara
ফুরফুরায় অধীর-আবদুল

By

Published : Nov 17, 2020, 8:03 PM IST

জাঙ্গিপাড়া, 17 নভেম্বর : সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে নিজের নিজের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব দল । পিছিয়ে নেই বাম-কংগ্রেসও । আজ জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি এবং বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

ফুরফুরায় আসার আগে ডানকুনিতে দলীয় কর্মসূচিতে যোগ দেন অধীরবাবু । সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে BJP ও তৃণমূলকে দূরে রাখতে হবে এবং সাধরণ মানুষকে বোঝাতে হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে কংগ্রেস এবং বামেদের উপর ।

ফুরফুরা শরীফে অধীর চৌধুরি

ফুরফুরায় দুই পীরজাদার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "সিদ্দিকী সাহেবরা বাংলার সর্বস্তরের, সর্বধর্মের মানুষের জন্য মঙ্গল কামনা করেন । ফুরফুরা শরিফ একটি পীঠস্থান । বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেস এবং বাম আগামী দিনে জোটবদ্ধভাবে লড়াই করতে চাইছে । বাংলাকে রক্ষা করার স্বার্থে ধর্মনিরপেক্ষ শক্তির হাত মজবুত করা দরকার । তাই পীরজাদাদের কাছে দোয়া করার আবেদন করেছি ।"

কী বললেন অধীর চৌধুরি ?

তবে তৃণমূল জেলা মুখপাত্র প্রবীর ঘোষালের কটাক্ষ, "ভোট এলেই ওঁরা মন্দিরে মসজিদে যান । এসবে কিছু লাভ হবে না । ভোট এলেই এঁদের সব ধর্মের কথা, মন্দির-মসজিদের কথা মনে পড়ে । কিন্তু ধর্ম দিয়ে ভোট হয় না । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি, সেটাই ভোটারদের কাছে আসল ।"

ABOUT THE AUTHOR

...view details