হুগলি, 22 ডিসেম্বর: হুগলির বাবনান হাইস্কুলের সামনে সরকারি জায়গায় পঞ্চায়েতের অনুমতি নিয়ে গোডাউন করেছিল স্কুল। আর সেই জায়গা ছিল বিজেপির বুথ সভাপতি গৌরচন্দ্র টেরির বাড়ির সামনে ৷ স্কুল কর্তৃপক্ষ সেই গোডাউন তালচিনানের বাসিন্দা তাপস চিত্রকর নামে একজনকে ভাড়া দেয়। গত সেপ্টেম্বর মাসের 10 তারিখে ওই গোডাউনে গৌরচন্দ্র একটি ট্র্যাক্টর রেখেছিলেন। সেই সময় গোডাউন খালি করতে চাননি গৌরচন্দ্র টেরির বাবা বিষ্টুপদ টেরি। তা নিয়ে অশান্তি তৈরি হয় ওই এলাকার শাসক দলের উপপ্রধানের সঙ্গে (TMC & BJP Clash) ৷
আজ বৃহস্পতিবার সেই গোডাউনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য ওয়্যারিংয়ের কাজ শুরু করলে বাধা দেন গৌরচন্দ্র। তারপরই উপপ্রধানের লোকজন যে গোডাউন ভাড়া নিয়েছে সেই বিজেপি নেতার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ (Accused TMC Leader) । তাঁর মায়ের অভিযোগ, একদল লোক বাড়িতে ঢুকে টানাটানি করতে শুরু করে তাঁকে। কোলে থাকা বাচ্চাকে ফেলে দেয়। সেখানে উপপ্রধান হাকিমও ছিল। শিশুটি গুরুতরভাবে আঘাত লাগে ৷ তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয়। সিসিটিভি ফুটেজে বেশ কিছু লোকজন বিজেপি বুথ সভাপতির বাড়ির দরজায় লাথি মারার ছবি সামনে আসে।