পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Extra Marital Affair: সম্পর্ক বয়ে নিয়ে যেতে অস্বীকার, প্রেমিকার বাড়িতে আগুন দিয়ে আটক প্রেমিক - অবৈধ সম্পর্ক মানতে নারাজ মহিলা

জুন মাসে স্বামীর ঘর ছেড়ে অঞ্জনের বাড়িতে চলে যায় মহিলা। অঞ্জন মারধর করত বলে তিন মাস পর ফের স্বামীর ঘরে সে ফিরেও আসে। আগেও একবার ওই মহিলার বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছে অঞ্জন।

Etv Bharat
বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে

By

Published : Apr 1, 2023, 2:50 PM IST

পোলবা, 1 এপ্রিল: বিবাহ-বহির্ভূত সম্পর্ক বয়ে নিয়ে যেতে নারাজ মহিলা, যার জেরে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ৷ এমনকি পরিবারের বাকিদেরও মেরে ফেলার হুমকির অভিযোগ করেছেন ওই মহিলা ৷ ঘটনাটি ঘটেছে পোলবার সুগন্ধায়। শুক্রবার গভীর রাতে সুগন্ধা স্কুলের সামনে দীনবন্ধু ঢ্যাং নামক এক ব্যক্তির বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় পোলবা থানায় ও দমকলে। প্রতিবেশী ও দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে অবশ্য ঘরের সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে প্রেমিককে আটক করেছে পোলবা থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, দীনবন্ধুর স্ত্রীর সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয় এক যুবকের ৷ অঞ্জন পাত্র নামে ওই যুবকের বাড়ি সপ্তগ্রামে। সামাজিক মাধ্য়মে যোগাযোগের পর দু'জনের মধ্যে ফোনেও বার্তালাপ শুরু হয় বলে খবর। এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতেও আসত অঞ্জন, এমনটাই বলছেন প্রতিবেশীরা। মহিলার স্বামী-সন্তান থাকা সত্ত্বেও এভাবেই চলছিল বিবাহ-বহির্ভূত প্রেম।

গত জুন মাসে স্বামীর ঘর ছেড়ে অঞ্জনের বাড়িতে চলে যায় মহিলা। অভিযোগ, সেখানে অঞ্জন মারধর করত বলে তিন মাস পর ফের স্বামীর ঘরে সে ফিরেও আসে। সম্প্রতি ওই মহিলা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চেয়ে অঞ্জনের ওপর চাপ দিতে থাকে বলে জানা যায়। স্বামীর সঙ্গে থাকতে চাওয়াতেই সমস্যা বাড়তে বাড়তে জটিল পরিস্থিতি তৈরি হয়। সামাজিক মাধ্যমে দু'জনের ছবি দিয়ে বদনাম করারও চেষ্টা করছিল বলে অঞ্জনের বিরুদ্ধে অভিযোগ করেন ওই মহিলা।

প্রেমিকের বিরুদ্ধে ওই মহিলার আরও অভিযোগ, অঞ্জনের সঙ্গে না-থাকলে তাঁকে ও তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। শুক্রবারও মহিলার সঙ্গে দেখা করে অঞ্জন মারধর করে বলে অভিযোগ। এরপর মহিলা তাকে বাড়ি পাঠিয়ে দিলেও, সে ফের ফিরে এসে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগ, প্রেমিককে আটক করেছে পোলবা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এর আগেও একবার ওই মহিলার বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছে অঞ্জন। যদিও গতকালই পরিস্থিতি বুঝে স্বামী ও সন্তানকে নিয়ে দিল্লি রোডের কাছে আরেকটি বাড়িতে চলে যায় মহিলা। তাতেই সকলের প্রাণে বেঁচে যায় বলে স্থানীয়দের দাবি।

আরও পড়ুন: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মহিলা জানান, তাঁর সঙ্গে অঞ্জনের সম্পর্ক ছিল। তিনি বলেন, 'এখন সে দাবি করছে আমি ওর বউ। গতকাল আমার কাছে এসে আমাকে নিয়ে যেতে চেয়েছিল। আমি রাজি হয়নি। এরপর আমাকে মারধর করে। সোশাল মিডিয়ায় আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেলিংও করেছে। আমি না-গেলে সব জ্বালিয়ে দেবে বলে হুমকি দেয়। এরপর রাতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।" সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাওয়াতেই এই সমস্যা শুরু হয়েছে বলে দাবি ওই মহিলার। মহিলার শ্বশুর পরেশ ঢ্যাং জানিয়েছেন, 15 দিন হয়ে গেল কেউ এই বাড়িতে থাকে না। রাত দেড়টা নাগাদ তিনি জানতে পারেন আগুন লেগেছে বাড়িতে ৷ তিনি বলেন, "আমার পুত্রবধূর সঙ্গে সম্পর্ক ছিল ওই ব্য়ক্তির। দু'জনের মধ্য়ে ঝামেলা হয়। এরপরই এই ঘটনা।"

ABOUT THE AUTHOR

...view details