পোলবা, 1 এপ্রিল: বিবাহ-বহির্ভূত সম্পর্ক বয়ে নিয়ে যেতে নারাজ মহিলা, যার জেরে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ৷ এমনকি পরিবারের বাকিদেরও মেরে ফেলার হুমকির অভিযোগ করেছেন ওই মহিলা ৷ ঘটনাটি ঘটেছে পোলবার সুগন্ধায়। শুক্রবার গভীর রাতে সুগন্ধা স্কুলের সামনে দীনবন্ধু ঢ্যাং নামক এক ব্যক্তির বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় পোলবা থানায় ও দমকলে। প্রতিবেশী ও দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে অবশ্য ঘরের সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে প্রেমিককে আটক করেছে পোলবা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, দীনবন্ধুর স্ত্রীর সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয় এক যুবকের ৷ অঞ্জন পাত্র নামে ওই যুবকের বাড়ি সপ্তগ্রামে। সামাজিক মাধ্য়মে যোগাযোগের পর দু'জনের মধ্যে ফোনেও বার্তালাপ শুরু হয় বলে খবর। এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতেও আসত অঞ্জন, এমনটাই বলছেন প্রতিবেশীরা। মহিলার স্বামী-সন্তান থাকা সত্ত্বেও এভাবেই চলছিল বিবাহ-বহির্ভূত প্রেম।
গত জুন মাসে স্বামীর ঘর ছেড়ে অঞ্জনের বাড়িতে চলে যায় মহিলা। অভিযোগ, সেখানে অঞ্জন মারধর করত বলে তিন মাস পর ফের স্বামীর ঘরে সে ফিরেও আসে। সম্প্রতি ওই মহিলা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চেয়ে অঞ্জনের ওপর চাপ দিতে থাকে বলে জানা যায়। স্বামীর সঙ্গে থাকতে চাওয়াতেই সমস্যা বাড়তে বাড়তে জটিল পরিস্থিতি তৈরি হয়। সামাজিক মাধ্যমে দু'জনের ছবি দিয়ে বদনাম করারও চেষ্টা করছিল বলে অঞ্জনের বিরুদ্ধে অভিযোগ করেন ওই মহিলা।