পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কার্যালয় ভাঙুচরের অভিযোগ, অস্বীকার BJP-র - accused

তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ৷

পৌরসভার তৃণমূলের দলীয় কার্যালয়ে চলে ভাঙচুর

By

Published : Aug 1, 2019, 3:23 PM IST

Updated : Aug 1, 2019, 3:29 PM IST

তারকেশ্বর, 1 অগাস্ট: তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ৷ তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷

অভিযোগ, গতকাল রাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা তারকেশ্বর পৌরভার 14 নম্বর ওয়ার্ডের সামনে থাকা তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় ৷ কার্যালয়ে আগুনও ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ দলীয় কার্যালয় থেকে টাকা চুরির অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব ৷ এছাড়াও বেশকিছু পোস্টার ও তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম ভাণ্ডারি বলেন, "আজ সকালে এসে দেখি, দলীয় কার্যালয়ের দরজা ভাঙা ৷ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে ৷ বাসস্ট্যান্ড পর্যন্ত থাকা দলীয় পতাকা ছিঁড়ে নালায় ফেলে দিয়েছে ৷ দলনেত্রীর নির্দেশে জনসংযোগ যাত্রার ফলে মানুষ তৃণমূলের দিকে ঝুঁকছে ৷ BJP নেতৃত্ব ভয় পেয়েই একাজ করেছে ৷"

ছেঁড়া হয়েছে তৃণমূলের ব্যানার

আরও পড়ুন : মানুষ ক্ষিপ্ত, জনসংযোগ করেও তৃণমূলের ভাগ্য ফিরবে না : সায়ন্তন

যদিও অভিযোগ অস্বীকার করে BJP-র টাউন সভাপতি সন্দীপ সরকার বলেন, "এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয় ৷ প্রশাসনের কাছে অনুরোধ করব ঘটনার সঠিক তদন্ত করা হোক ৷ তৃণমূল নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে বদনাম করার জন্য BJP-র ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷ এরকম ঘৃণ্য রাজনীতি BJP করে না ৷"

Last Updated : Aug 1, 2019, 3:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details