হুগলি, 20 অক্টোবর : তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত হুগলিতে । দিন পাঁচেক আগেই কলকাতায় কোর কমিটি গঠন করে দাবি করা হয় সমস্ত মনমালিন্য দূর করে এক সঙ্গে লড়াই করে হবে । কিন্তু জেলায় ছবিটা পুরো আলাদা । দফায় দফায় বিধায়ক তথা দলের নেতৃত্বে সঙ্গে বৈঠকের পরেও তুষের আগুনের মতোই চলছে অন্তদ্বন্দ্ব । একুশের ভোটের আগে এই ছবি স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে । তাই আবারও হুগলি জেলা তৃণমূলের কোর কমিটিকে বৈঠকে ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ বেলা তিনটের সময় হুগলির তৃণমূল নেতাদের বৈঠকে ডেকেছেন যুব সভাপতি । যদিও তৃণমূলের দাবি, এই কোর কমিটির বৈঠক নাকি আগেই স্থির ছিল । কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, গতকাল দুপুর থেকে রাত অবধি একাধিক বৈঠক হওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি । তাই আবারও বৈঠক ।
15 অক্টোবর হুগলি জেলা তৃণমূলের নেতৃত্বকে ডেকে রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে দেন যে দলের মধ্যে কোন্দল করা যাবে না । এক সঙ্গে কাজ করতে হবে । দলনেত্রী পর্যন্ত হুগলির নেতাদের প্রকাশ্য কোন্দলে অসন্তোষ প্রকাশ করেন । বিরোধ মেটাতে দুই সাংসদ ও কয়েকজন বিধায়ককে নিয়ে কোর কমিটি করে দেন ।
গোষ্ঠীকোন্দলের জেরেই কী হুগলি জেলা তৃণমূলকে তলব অভিষেকের ? - Prabir Ghoshal
আজ বেলা তিনটের সময় হুগলির তৃণমূল নেতাদের বৈঠকে ডেকেছেন যুব সভাপতি । যদিও তৃণমূলের দাবি, এই কোর কমিটির বৈঠক নাকি আগেই স্থির ছিল ।
আরও পড়ুন : হুগলিতে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই, "বিশ্বাস" হচ্ছে না রবীন্দ্রনাথ ভট্টাচার্যের
17 অক্টোবর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘরে কোর কমিটি বৈঠক করে ঐক্যের বার্তা দেন । কর্মীদের চাঙ্গা করতে গতকাল বিভিন্ন বিধানসভা নিয়ে কর্মিসভাও হয় । সেই কর্মিসভাতেই সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলীয় নেতৃত্বের একাংশের প্রতি আঙুল তোলেন । তিনি বলেন, "BJP-র বিরুদ্ধে একজোট লড়ার কথা বলছে দল । অথচ সিঙ্গুরের তিনটি পঞ্চায়েত BJP-র সমর্থন নিয়ে চালাচ্ছে তৃণমূল । একে ঐক্য বলে না ।" হরিপালের জেলা পরিষদের সদস্য, "অভিযোগ করেন দলের কর্মসূচীতে তাঁকে ডাকা হয় না । দল জেলা নেতৃত্বকে এক হয়ে কাজ করার কথা বললেও কোথাও যেন অনৈক্যের ছবিটাই ধরা পড়ছে ।"
হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র প্রবীর ঘোষাল যদিও বলেন, "কোনও জরুরি বৈঠক নয় । আগের বৈঠকের পরেই বলা হয়েছিল পুজোর আগে জেলার কোর কমিটি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল । হরিপাল সিঙ্গুর বিধানসভায় গন্ডগোলের জন্য নয় । 1 নভেম্বর থেকে জনসভার জন্য বিধানসভাভিত্তিক বৈঠক করছি । জেলার ছোটো খাটো ভুল বোঝাবুঝি কোর কমিটি মিটিয়ে নিতে পারবে । এর জন্য রাজ্য নেতৃত্বের প্রয়োজন হবে না । রুটিন বৈঠক হওয়ার জন্যই কোর কমিটিকে ডেকেছেন অভিষেক বন্দোপাধ্যায় ।"