বৈদ্যবাটি, 2 সেপ্টেম্বর: 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 পাচ্ছেন বাংলার পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে সেরা ফিল্ম হিসাবে মনোনিত হয়েছে তাঁর তথ্যচিত্র ‘ইথস অফ ডার্কনেস’ ৷ চলচ্চিত্রের ডার্করুমের কর্মীদের নিয়ে তৈরি এই তথ্যচিত্রটি । করোনাকালে 2021 সালে তাঁর এই তথ্যচিত্রটি মুক্তি পায় ।
এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে দম বন্ধ করা অন্ধকার ঘরে দিনের পর দিন কাজ করা ফ্লিম ডেভেলেপারদের জীবন কাহিনীকে ৷ সকলের অগোচরে ফিল্ম ডেভেলেপাররা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করেছেন । আর তা করেছেন নিজেদের স্বাস্থ্য ও আয়ুর কোন পরোয়া না করেই ৷ অথচ তাদের এই নীরব কাজের জন্য না তারা পেয়েছেন উপযুক্ত কোন স্বীকৃতি, আর না পেয়েছেন পর্যাপ্ত মজুরি ৷ কেউ তাঁদের কথা মনে রাখেনি । সেই সব মানুষগুলোর প্রতিনিয়ত জীবন যুদ্ধের কথা ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় তথ্যচিত্রতে ফুটিয়ে তুলেছেন ইথস অফ ডার্কনেসের নির্মাতা ।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "নন ফিচার ফিল্ম বিভাগে এই তথ্যচিত্রটি মনোনিত হয়েছে । সেলুলয়েড ফিল্মে যারা দমবন্ধ করা ঘরে দশ বারো ঘণ্টা বিষাক্ত গ্যাস নাকে নিয়ে কাজ করতেন এই তথ্যচিত্র তাঁদের কথা বলে । এঁদের মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে । দেশে ফিল্ম ডেভেলেপারদের মধ্যে কতিপয় মানুষ এখন বেঁচে আছেন । তবে পরিবর্তনের সঙ্গে কেউ পেশা বদলেছেন । আবার কেউ হারিয়ে গিয়েছেন চিরতরে । তাঁদের স্বার্থত্যাগ খুঁজে পাওয়া যাবে না । তাঁদের এই স্বার্থত্যাগের জন্যই এই ছবি তৈরি করা হয়েছে । তাঁদের জীবন থেকেই এই ছবি তৈরির অনুপ্রেরণা পেয়েছি ।"