হুগলি , 5 মে :একুশের নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর মিলছে ৷ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করেছে তারা বিরোধী দলের সদস্যদের মারধোর, হেনস্থা করছে ৷ আবার কোনও সময় বিরোধী দলের বাড়ি, দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছে কিংবা আগুন ধরিয়ে দিচ্ছে ৷ এই পরিস্থিতিতে আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন করেন, এই অতিমারির পরিস্থিতিতে যাতে শান্তি বজায় থাকে সেই ব্যবস্থা যেন তিনি নেন৷
এদিন আব্বাস বলেন, "আমি বাংলার গণতান্ত্রিক সকল মানুষকে ধন্যবাদ জানাই ৷ ধন্যবাদ জানাই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে । মানুষের সমর্থনে তৃতীয় বারের জন্য রাজ্য সরকার পরিচালনার সুযোগ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমরা গণতন্ত্রের রায়কে সম্মান ও শ্রদ্ধা করি । রাজ্যের যে সব মানুষ আইএসএফ সহ সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দিয়েছেন তাদেরও ধন্যবাদ । আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকীকে নির্বাচিত করার জন্য ভাঙড়বাসীকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । আগামী দিনে নওসাদ সিদ্দিকী আপনাদের মনের আশা পূরণ করার সর্বত্র প্রচেষ্টা চালাবেন । "
রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান আব্বাস সিদ্দিকীর এরপরেই আবাস সিদ্দিকী গভীর উদ্বেগ প্রকাশ বলেন, ফলাফল পরবর্তী পর্যায়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক ঘটনা ঘটছে সেই তিনি বিশেষভাবে চিন্তিত ৷ ভাঙচুর থেকে শুরু করে মারধোর এবং খুনখারাপি সব মিলিয়ে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যু জুড়ে ৷ ইতিমধ্যে শাসকদলের আক্রমণে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বিধানসভার অধীন কদম্বগাছির উলাগ্রামে আইএসএফ কর্মী হাসানুজ্জামান নৃশংসভাবে খুন হয়েছেন, ভাঙড় বিধানসভার অধীন নারায়ণপুর অঞ্চলের গাজি হাকিবুল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । রাজ্যের মানুষ যখন করোনার প্রকোপে এক চরম বিপদের মধ্যে রয়েছে । চিকিৎসার জন্য হাসপাতালে ঠিকমতো ভর্তি হতে পারছে না, মুমূর্ষু রোগীরা অক্সিজেন পাচ্ছে না, কোথাও মৃতদেহ সৎকার করতে পারছে না আর ভ্যাক্সিনের জন্য হাহাকার করছে ৷ সেখানে রাজ্যব্যাপী যে রাজনৈতিক সন্ত্রাস চলছে তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয় ৷ তিনি আরও বলেন, গণতন্ত্রের উৎসব ক্রমেই আতঙ্কের ও সন্ত্রাসের উৎসবে পরিণত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ৷
এই পরিস্থতিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসন আধিকারিকদের বিষয়টির উপর নজর দেওয়া এবং সন্ত্রাসমুক্ত শান্তির পরিবেশ গড়ার আহ্বান জানিয়েছেন ৷ তিনি বলেন , "এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আমার ধারণা । আমি সবপক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি ।"
আরও পড়ুন :তারকেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত আরও 1, আহত 10