পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dankuni Toll Plaza Incident : টোল ফাঁকি আটকাতে গিয়ে লরির চাকায় পিষ্ট কর্মী - Dankuni Toll Plaza News

টোল ট্যাক্স না দিয়েই পালাচ্ছিল একটি লরি ৷ তাকে আটকাতে যাওয়াই হল কাল ৷ ডানকুনি টোলপ্লাজার সেই কর্মীকে চাপা দিয়ে চলে গেল ঘাতক লরি (Dankuni Toll Plaza Incident) ৷

Dankuni Toll Plaza Incident
টোল ফাঁকি আটকাতে গিয়ে লরির চাকায় পিষ্ট কর্মী

By

Published : Feb 15, 2022, 1:42 PM IST

ডানকুনি, 15 ফেব্রুয়ারি : টোল প্লাজায় ট্যাক্স না দিয়েই পালাচ্ছিল একটি লরি ৷ আটকাতে গেলে সেই টোল কর্মীকে চাপা দিয়ে চলে যায় ঘাতক লরিটি ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিৎ পাল (26) নামে ওই টোল কর্মীর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ । ঘাতক লরি ও তার চালককে আটক করা হয়েছে বলে খবর ।

সোমবার রাত সাড়ে আটটা নাগাদ কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি লরি । ডানকুনি টোল প্লাজার (Dankuni Toll Plaza News) 8 নং লেন দিয়ে টোল ট্যাক্স না দিয়ে পালাতে গেলে ব্যারিকেড দিয়ে লরিটিকে আটকানোর চেষ্টা করেন টোল কর্মী বিশ্বজিৎ পাল । কিন্তু ততক্ষণে লরিটি গতি বাড়িতে ব্যারিকেডে ধাক্কা মেরে টোল কর্মীকে চাপা দিয়ে চলে যায় । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই টোলকর্মীর । এই ঘটনায় ডানকুনি টোল প্লাজার কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details