পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hooghly River Drowning : হুগলিতে বিচ্ছিন্ন ঘটনায় জলে ডুবে মৃত 2 - A women and a teenager died by drowning in separate incidents in Hooghly

হুগলিতে পৃথক জায়গায় জলে ডুবে মৃত এক যুবতী এবং এক কিশাের (2 died by drowning in separate incidents in Hooghly) ৷ প্রথমটি অ্যাঙ্গাস ডিভিসি খালের এবং দ্বিতীয়টি গুপ্তিপাড়ায় ফেরি ঘাটের ৷ দু'টি ঘটনাতেই দেহ এখনও উদ্ধার হয়নি ৷ খোঁজ চলছে ৷

Hooghly News
হুগলিতে জলে ডুবে মৃত

By

Published : May 6, 2022, 11:13 AM IST

হুগলি, 6 মে :হুগলিতে বিচ্ছিন্ন ঘটনায় জলে ডুবে মৃত্য়ু হল দু'জনের ৷ প্রথম ঘটনাটি ঘটেছে অ্যাঙ্গাস ডিভিসি খালের কাছে ৷ দ্বিতীয়টি ঘটে গুপ্তিপাড়ায় ফেরি ঘাটে (2 died by drowning in separate incidents in Hooghly) ৷

জানা গিয়েছে, অ্যাঙ্গাস ডিভিসি খালের সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করেন নুরজাহান খাতুন (30) নামে এক যুবতী । তাঁর বাড়ি তেলিনিপাড়া অ্যাঙ্গাস মুকারাম আলি লেনে । পরিবারের লোকের দাবি, মানসিক ভারসাম্য়হীন ছিলেন ওই যুবতী । এদিন সকাল 6টা নাগাদ বাড়ি থেকে আচমকা বেরিয়ে যান তিনি । তারপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ পরে স্থানীয়রা দেখতে পান ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করে ওই যুবতী ৷ এরপর পুলিশকে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলে আসে অ্যাঙ্গাস ও চাঁপদানি ফাঁড়ির পুলিশ ৷ খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে । পরে উদ্ধার কার্য চালানো হয় ওই খালে । তবে এখনও পর্যন্ত তরুণীর দেহ উদ্ধার হয়নি ।

হুগলিতে জলে ডুবে মৃত এক তরুণী ও এক কিশোর

আরও পড়ুন :Students Drowned in Malda : ঈদের ছুটিতে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত 2 পড়ুয়া

অন্য়দিকে, গুপ্তিপাড়ায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর । নাম সূর্য বলভ (11) । বাড়ি 1 নম্বর পঞ্চায়েতের সারদা নগর এলাকায় । জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গুপ্তিপাড়ায় ফেরি ঘাটে স্নান করতে নেমে ডুবে যায় সূর্য । ঘাটে থাকা স্থানীয় মানুষজন দেখতে পান ওই কিশোর ডুবে যায় । খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে । পরে পুলিশ আসে ঘটনাস্থলে ৷ এখনও দেহের খোঁজ চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details