পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কল গার্ল বলে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, আত্মঘাতী যুবতি - a woman suicide for fake facebook account

ফেসবুকে এক যুবতির নাম ও ছবি দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট । তার জেরে লজ্জায় আত্মঘাতী যুবতি । এমনই অভিযোগ পরিবারের সদস্যদের । আজ নিজের ঘরে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শেওড়াফুলি থানার পুলিশ । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

suicide for fake facebook account
ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্টের জেরে আত্মঘাতী যুবতি

By

Published : Feb 4, 2020, 11:52 PM IST

বৈদ্যবাটি, 4 ফেব্রুয়ারি : সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের জেরে এক যুবতির আত্মঘাতী হওয়ার অভিযোগ । নিজের ঘরে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনাটি বৈদ্যবাটির 11 নম্বর রেল গেটের কাছে । ফেসবুকে তাঁর ছবি ও নাম ব্যবহার করে কল গার্ল পরিচয় দেওয়া হয় । তার জেরেই এই যুবতি আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি ।

22 বছরের এই যুবতি মামার বাড়িতেই থাকতেন । কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে বিউটিশিয়ানের কোর্স করছিলেন । ছোটোবেলায় তাঁর মা মারা যান । বাবা ছেড়ে অন্যত্র চলে যায় । তাই মামার বাড়িতেই থাকতেন এই যুবতি । সম্প্রতি তাঁর বিয়ের দেখাশোনাও চলছিল । পরিবারের সদস্যরা জানান, গতকাল গভীর রাত পর্যন্ত ফোনে কারও সঙ্গে তর্কাতর্কি চলে যুবতির ।

আজ সকাল থেকে ঘরের দরজা না খোলায় জানালার কাচ ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাঁকে । ফেসবুকে তাঁর ছবি ও নাম ব্যবহার করে কল গার্ল পরিচয় দেওয়া হয় । এই ঘটনা সহ্য করতে না পেরেই সে আত্মঘাতী হয়েছেন বলে দাবি মৃতার মামা । শেওড়াফুলি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details