পোলবা-দাদপুর, 14 মে : করোনা প্যানডেমিক পরিস্থিতিতে সৌভ্রাতৃত্বের অনন্য দৃশ্য দেখা গেল পোলবা-দাদপুর ব্লকের বাবনান গ্রামে ৷ এক হিন্দুর মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন মুসলমান সম্প্রদায়ের মানুষজন ৷
করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করতে হবে সবাইকে ৷ বারবার ধরে চিকিৎসকরা এই কথাই বোঝাচ্ছেন ৷ সরিয়ে রাখতে হবে সব ভেদাভেদ ৷ একাট্টা হয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই চালাতে হবে আমাদের ৷ আর সেই ছবিই ধরা পড়ল পোলবা-দাদুপুরে ৷
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই সন্দেহে আত্মীয়স্বজন থেকে প্রতিবেশি কেউ বৃদ্ধের মৃতদেহ দাহ করতে এগিয়ে আসেনি । অবশেষে ইদের দিন নামাজ শেষ করে একদল মুসলিম সম্প্রদায়ের মানুষ মৃতের ছেলের সঙ্গে দেহ দাহের জন্য হাত লাগল । মূলত বাবনান গ্রামটে মুসলিম অধ্যুষিত । সেখানে পশ্চিম পাড়ায় বাস করতেন হরেন্দ্রনাথ সাধুখাঁ । গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন । কিন্তু করোনা পরীক্ষা করার আগেই বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয় তাঁর ।