পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাছ ধরতে গিয়ে উদ্ধার 20 কেজি ওজনের মূর্তি

কালী মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি সে বিষয়ে ধন্দে রয়েছেন সকলে ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পাণ্ডুয়া থানার পুলিশ ৷ তারা মূর্তিটি উদ্ধার করা থানায় নিয়ে যায় ৷

Hooghly
হুগলি

By

Published : Nov 20, 2020, 10:52 PM IST

পাণ্ডুয়া, 20 নভেম্বর : মাছ ধরতে গিয়ে উদ্ধার হল 20 কেজি ওজনের ধাতব মূর্তি ৷ হুগলির পাণ্ডুয়া এলাকার ঘটনা ৷ তবে, মূর্তিটি কোন ধাতু দিয়ে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷

আজ সকালে স্থানীয় একটি পুকুরে মাছ ধরছিলেন 5 মৎস্যজীবী ৷ সেই সময় পঙ্কজ মল্লিক নামে স্থানীয় এক মৎস্যজীবী এই কালী মূর্তিটি পান ৷ এরপর মূর্তিটি তুলে বাড়িতে নিয়ে আসেন ৷ তবে, কালী মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি সে বিষয়ে ধন্দে রয়েছেন সকলে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাণ্ডুয়া থানার পুলিশ ৷ তারা মূর্তিটি উদ্ধার করা থানায় নিয়ে যায় ৷

এবিষয়ে, মৎস্যজীবী পঙ্কজ মল্লিক বলেন, "আমি সকালে মাছ ধরতে একটা কিছু পায়ে ঠেকে । আমি সরিয়ে দিলেও আবার লাগে । তুলে দেখি কালী মূর্তি । কেউ বলছে রুপোর কেউ বলছে অ্যালুমিনিয়াম বা দস্তা দিয়ে তৈরি । যাই হোক পুলিশের কাছে জমা দিয়েছি । আমরা মূর্তিটি পুজো করছিলাম । পুলিশ জানিয়েছে যার জিনিস তাঁকে ফেরতের ব্যবস্থা করবে । তবে কী করে এখানে এল মূর্তিটি বোঝা যাচ্ছে না ।"

ABOUT THE AUTHOR

...view details