উত্তরপাড়া(হুগলি), 21 জানুয়ারি:"সরকার আসে সরকার যায় । বিপ্লবী জনগণ একই থাকে । তাই তাদের পারস্পরিক বন্ধুত্ব ও সংহতি বেশি প্ৰয়োজন ।" উত্তরপাড়ায় এসে সমর্থক ও মানুষের জন্য এমনটাই বললেন চে কন্যা আলেইদা গুয়েভারা (Aleida Guevara)। শনিবার বাম সংগঠনের পক্ষ থেকে চে-এর সমর্থকরা সংবর্ধনা দেন তাঁকে । বালি খাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে উত্তরপাড়া গণভবনে নিয়ে যাওয়া হয় । উপস্থিত ছিলেন শমিক লাহিড়ী, অঞ্জন বেরা, দেবব্রত ঘোষ-সহ বাম নেতৃত্ব । কিউবা নিবাসী চে-কন্যা পেশায় একজন শিশু চিকিৎসক । তাঁর মেয়ে এস্তেফানিয়া মাচিন গুয়েভারা একজন অর্থনীতির অধ্যাপক ।
শুক্রবার তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিলিত হন । গণভবনের মঞ্চে অল ইন্ডিয়া পিস এন্ড সলিডিটারি অরগানাইজেশানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । দোভাষীর মাধ্যমে বিশ্ব শান্তি ও ঐক্যের বার্তা দেন আলেইদা ৷ একটি গানও করেন তিনি । চিকিৎসক আলেইদা (Che daughter Aleida Guevara in Hooghly) বলেন, "উত্তরপাড়া শহরকে ভালোবাসা ও আলিঙ্গন জানাই । ঐক্যবদ্ধ থাকাই সত্যি । নতুন বাস্তবকে সামনে আনার জন্য এটা খুব প্ৰয়োজন । বাবা চে'র একটাই বক্তব্য, "জনগণ শেষ কথা । সকলকে বিজয়ের দিকে এগিয়ে যেতে হবে ।"