হুগলি, 18 জুন : ছিনতাইকারীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃত ব্যক্তির নাম মনোজ মণ্ডল । বয়স 50 বছর ৷ বাড়ি সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকায় । মনোজ পেশায় ভ্যান চালক ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের সিংহের ভেড়ি গ্ৰামে ৷
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকাল 4টে নাগাদ মনোজ মণ্ডল তাঁর ছেলে-মেয়ে এবং স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কানগুঁই থেকে 2 নং জাতীয় সড়ক ধরে নিজের ভ্যানে করে ফিরছিলেন ৷ সেই সময় দু’জন ছিনতাইকারী তাঁদের অনুসরণ করতে শুরু করে ৷ শেষে দুর্গাপুর জাতীয় সড়ক থেকে গ্ৰামের রাস্তায় নামতেই ওই দুই ছিনতাইকারী তাঁদের পথ আটকায় ৷ এবং তাঁদের সবকিছু কেড়ে নিতে যায় ৷ সেই সময় মনোজবাবু বাধা দিতে গেলে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা ৷ সেখানেই লুটিয়ে পড়েন তিনি ৷ এরপর দুষ্কৃতীরা তাঁর স্ত্রী, ছেলে-মেয়ের থেকে গয়না, ফোন লুঠ করে পালায় ।