ভদ্রেশ্বর, 18 জুন : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার । ওরনা দিয়ে খুন করার চেষ্টা করে নালায় ফেলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করে স্থানীয়রা । তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ভদ্রেশ্বর থানা এলাকার ওই নির্যাতিতার পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফোনে রিচার্জ করতে বাড়ি থেকে বের হয় ওই নাবালিকা । সেই সময় তাকে বকুবপুর বাঁশ বাগানের কাছ থেকে বাইকে করে তুলে নিয়ে যায় চন্দননগরের পার্থ চৌধুরি । এলাকায় ঘণ্টা নামে পরিচিত সে । ওই নাবালিকাকে মাঝে মধ্যেই উত্যক্ত করত ঘণ্টা । কিন্তু তার প্রস্তাবে সাড়া দেয়নি তাদের মেয়ে । সেই কারণে তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার করে অভিযুক্ত । শুধু তাই নয় গলায় ওড়না পেঁচিয়ে খুন করার চেষ্টাও করে । অত্যাচারে অচৈতন্য হয়ে পড়লে তাকে বকুবপুর বাঁশ বাগানের নালায় ফেলে দেয় ঘণ্টা ৷ বৃহস্পতিবার সকালে নালার কালভার্টের নিচ থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ৷ বর্তমানে চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ।