পোলবা, 3 মার্চ : মাটির বাড়ি । পেশায় দিনমজুর । দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা । নিজস্ব জমি জায়গা বলতে কিছুই নেই । আর্থিক অবস্থা খুবই খারাপ । কোনওভাবে দিনযাপন করেন । হঠাৎ একদিন ঝোঁকের বসে লটারির টিকিট কেটে ফেলেন । ব্যাস কেল্লাফতে ! পরশু রাতে তিনি জানতে পারেন লটারির টিকিটে এক কোটি টাকা জিতেছেন । কিন্তু, তার থেকেও একটা বড় ব্যাপার হল এই টাকার পুরোটা নিজে ভোগ করবেন না । টাকা দিয়ে এখন মন্দির বানানোর স্বপ্ন দেখছেন পোলবার বাসিন্দা ভীম ভূমিজ ।
হুগলি দাদপুরের হারিট পঞ্চায়েতের আদনা গ্রামের বাসিন্দা ভীম ভূমিজ । অ্যাসবেস্টার দেওয়া ভাঙা মাটির বাড়িতে কোনও ক্রমে জীবনযাপন করেন । ভীম বাবুর পরিবার বলতে দুই নাতি এবং এক মেয়ে । সামান্য রোজগারে সংসার চলে।নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা । কয়েক দিন আগে লটারির টিকিট কাটেন তিনি । পরশু রাতে জানতে পারেন সেই টিকিটেই 1 কোটি টাকা জিতেছেন তিনি । স্থানীয় বাসিন্দা সুভাষ ঘরাকে বিষয়টি বলেন । এরপরই থানায় ফোন করে বিষয়টি জানান সুভাষ ।