পাণ্ডুয়া (হুগলি), 27 মে : আজ ভোরে আচমকাই ঝড় শুরু হয় ৷ আর তাতেই উড়ে গিয়েছে ঘরের ছাদ ৷ নিমেষে বৃষ্টির জলে ভিজে গিয়েছে ঘরের সব জিনিসপত্র ৷ এমনই দুর্দশা হুগলির পাণ্ডুয়ার পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতের নিয়ালা গ্রামের বাসিন্দা পরিতোষ ক্ষেত্রপাল ও তাঁর পরিবারের ৷ পঞ্চায়েত সমিতি সদস্য সাবিত্রী ক্ষেত্রপাল একটি ত্রিপল দিয়ে তাঁদের সাহায্য করেছেন ৷ বর্তমানে তাঁদের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে ৷
আরও পড়ুন : জলের তলায় ঘর-বাড়ি, মিলছে না খাবার যশের তাণ্ডবে বিধ্বস্ত সাগরবাসী
ঝড়ের দাপটে হুগলির পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিতোষ ক্ষেত্রপালের বাড়ির ছাদ উড়ে গিয়েছে ৷ ঘটনাটির পর থেকে, একটি ত্রিপলের সাহায্যে কাটাতে হয়েছে ৷ এই পরিস্থিতিতে পঞ্চায়েত সমিতির সদস্য সাবিত্রী ক্ষেত্রপাল একটি ত্রিপল দিয়ে তাঁদের সাহায্য করেছিলেন ৷ নিজের বাড়িতেই রাতে খাবারে ব্যবস্থা করে দিয়েছিলেন ৷ কিন্তু প্রশাসনের তরফে তাঁদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে ৷
পঞ্চায়েত সমিতির ওই সদস্য বিডিও অফিসে তাঁদের দুর্দশার কথা জানালেও প্রশাসনের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি বলে অভিযোগ ৷ বাড়ির সব জিনিসপত্র বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে তাঁর ৷ এই পরিস্থিতিতে পরিতোষ ক্ষেত্রপাল সপরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৷