পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝড়ে উড়ে গিয়েছে বাড়ির ছাদ, ত্রাণ শিবিরে আশ্রয় পাণ্ডুয়ার এক পরিবারের

ঝড়ের দাপটে হুগলির পাণ্ডুয়ার পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিতোষ ক্ষেত্রপালের বাড়ির ছাদ উড়ে গিয়েছে ৷ ঝড়ের পর থেকে একটি ত্রিপলের সাহায্যে কাটাতে হয়েছে তাঁদের ৷

A family of Pandua took shelter in the relief camp after the storm blew away the roof in hooghly
ঝড়ে বাড়ির ছাদ উড়ে গিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় পাণ্ডুয়ার এক পরিবারের

By

Published : May 27, 2021, 7:35 PM IST

Updated : May 27, 2021, 10:17 PM IST

পাণ্ডুয়া (হুগলি), 27 মে : আজ ভোরে আচমকাই ঝড় শুরু হয় ৷ আর তাতেই উড়ে গিয়েছে ঘরের ছাদ ৷ নিমেষে বৃষ্টির জলে ভিজে গিয়েছে ঘরের সব জিনিসপত্র ৷ এমনই দুর্দশা হুগলির পাণ্ডুয়ার পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতের নিয়ালা গ্রামের বাসিন্দা পরিতোষ ক্ষেত্রপাল ও তাঁর পরিবারের ৷ পঞ্চায়েত সমিতি সদস্য সাবিত্রী ক্ষেত্রপাল একটি ত্রিপল দিয়ে তাঁদের সাহায্য করেছেন ৷ বর্তমানে তাঁদের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে ৷

আরও পড়ুন : জলের তলায় ঘর-বাড়ি, মিলছে না খাবার যশের তাণ্ডবে বিধ্বস্ত সাগরবাসী

ঝড়ের দাপটে হুগলির পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিতোষ ক্ষেত্রপালের বাড়ির ছাদ উড়ে গিয়েছে ৷ ঘটনাটির পর থেকে, একটি ত্রিপলের সাহায্যে কাটাতে হয়েছে ৷ এই পরিস্থিতিতে পঞ্চায়েত সমিতির সদস্য সাবিত্রী ক্ষেত্রপাল একটি ত্রিপল দিয়ে তাঁদের সাহায্য করেছিলেন ৷ নিজের বাড়িতেই রাতে খাবারে ব্যবস্থা করে দিয়েছিলেন ৷ কিন্তু প্রশাসনের তরফে তাঁদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে ৷

পঞ্চায়েত সমিতির ওই সদস্য বিডিও অফিসে তাঁদের দুর্দশার কথা জানালেও প্রশাসনের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি বলে অভিযোগ ৷ বাড়ির সব জিনিসপত্র বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে তাঁর ৷ এই পরিস্থিতিতে পরিতোষ ক্ষেত্রপাল সপরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৷

Last Updated : May 27, 2021, 10:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details