পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagaddhatri Puja : বাড়ির পুজোয় নিজের হাতেই জগদ্ধাত্রী প্রতিমা গড়েন চিকিৎসক বিপ্লবেন্দু

ভদ্রেশ্বর শান্তিনগরের বাসিন্দা চিকিৎসক বিপ্লবেন্দু তালুকদার ৷ চিকিৎসা সংক্রান্তের কাজের ব্যস্ততার ফাঁকেই তিনি বাড়িতে জগদ্ধাত্রী প্রতিমা গড়েন ৷

a doctor from hooghly makes idol of jagadhatri for puja of his family
Jagadhatri Puja : বাড়ির পুজোয় নিজের হাতেই জগদ্ধাত্রী প্রতিমা গড়েন চিকিৎসক বিপ্লবেন্দু

By

Published : Nov 10, 2021, 5:17 PM IST

ভদ্রেশ্বর, 10 নভেম্বর : আমাদের সমাজে চিকিৎসকদের গুরুত্ব ঠিক কতটা, তাঁরা আমাদের জন্য ঠিক কতটা কৃচ্ছসাধন করতে পারেন, তা করোনা অতিমারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ৷

ব্যতিক্রম নন হুগলির ভদ্রেশ্বর শান্তিনগরের বাসিন্দা চিকিৎসক বিপ্লবেন্দু তালুকদারও । তিনি মেডিক্যাল কলেজের প্রফেসর ৷ গত দু’বছরে তাঁকেও করোনা-যোদ্ধা হিসেবে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে ৷

আরও পড়ুন :Kali Pujo 2021 : পুজো সামগ্রী নিলামই রীতি পাণ্ডুয়ার হেঁপাকালী বারোয়ারি পুজোয়

কিন্তু তাই বলে তিনি নিজের শখকে জলাঞ্জলি দেননি ৷ বরং এবারও চিকিৎসা সংক্রান্ত কাজ থেকে সময় বের করে নিয়ে বাড়িতে তৈরি করেছেন 20 ফুটের জগদ্ধাত্রী প্রতিমা ৷

ডাঃ তালুকদার এখন মেডিক্যাল কলেজের ক্লিনিক্যাল টিউটর কাম ডেমস্ট্রেটর হিসেবে কর্মরত ৷ এছাড়া তাঁকে ওয়েস্ট বেঙ্গল ব্লাড ব্যাংকের থ্যালাসেমিয়া স্টেট হেড প্রোগ্রাম অফিসারের দায়িত্বও সামলাতে হয় ৷ অথচ তাঁর বাড়িতে গেলে তা বোঝার উপায় একেবারে নেই ৷ বরং মনে হবে তিনি একজন পেশাদার মৃৎশিল্পী ৷

আরও পড়ুন :Kali Pujo 2021: সারা বছর শান্ত রূপ, কালী পুজোতে এলোকেশী উগ্ররূপী বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মা

তাঁর যখন পাঁচ বছর বয়স ছিল, সেই সময় থেকেই তিনি মূর্তি তৈরি করছেন ৷ যত বয়স বেড়েছে, ততই উচ্চতা বেড়েছে প্রতিমার ৷ গত 40 বছর ধরে এভাবেই বাড়তে বাড়তে এবার তাঁর হাতে তৈরি হয়েছে 20 ফুটের জগদ্ধাত্রী প্রতিমা ৷

বাড়ির পুজোয় নিজের হাতেই জগদ্ধাত্রী প্রতিমা গড়েন চিকিৎসক বিপ্লবেন্দু

থ্যালাসেমিয়ার মতো একটি রোগের নোডাল অফিসার হওয়ায়, তাঁকে নানা সময়ই সচেতনতামূলক কাজে যুক্ত থাকতে হয় ৷ তার পরও সময় বের করেন কী করে ?

আরও পড়ুন :Kali Puja Singur : মা সারদার মধ্যে কালীর দর্শন পেয়ে ডাকাত সর্দার প্রতিষ্ঠা করেছিলেন ডাকাতে কালীর

উত্তরে ডাঃ তালুকদার বললেন, ‘‘মা জগদ্ধাত্রীই হয়ত আমাকে শক্তি যোগান ৷ মা-দিদির কাছে উৎসাহ পেতাম । বাড়ির সবাই বিভিন্ন ভাবে সাহায্য করত । এখন আমার স্ত্রী ও সাহায্য করেন ।’’

তবে তাঁর স্ত্রী সঞ্চয়িতা তালুকদার এই নিয়ে একেবারে কৃতিত্ব নিতে নারাজ ৷ তিনি বলেন, ‘‘বিপ্লব নিজে হাতেই সবটা করে । আমরা হয়ত সামান্য সাহায্য করি, যা এতবড় যজ্ঞে কিছুই না । অফিস করে রাতে ফিরেই প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে অনেক সময় ।’’

আরও পড়ুন :10 crore : অ্যাকাউন্টে ঢুকেছে 10 কোটি, অথচ বাবার শ্রাদ্ধের জন্য টাকার অভাব

শখ-মেটানোর মাঝে যে নিজের কাজ একেবারে ভুলে যান না, তার বড় প্রমাণ তাঁর বাড়ির পুজোতেও তিনি থ্যালাসেমিয়া নিয়ে প্রচারের ব্যবস্থা করেন ৷ এবারও করেছেন ৷ টাঙিয়েছেন একটি ফ্লেক্স ৷ যেখানে লেখা - কোষ্ঠী নয়, রক্ত পরীক্ষা করুন ৷

ABOUT THE AUTHOR

...view details