হুগলি, 26 মার্চ: এক ঝলক দেখলে মনে হবে টিনের তৈরি রোবট ৷ এই যন্ত্রই নাকি দেশ তথা বিশ্বকে কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করবে ৷ দিল্লিতে অবস্থিত airlens নামক একটি সংস্থা এবং হুগলির পোলবার একটি কারখানার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই আধুনিক প্রযুক্তির মেশিন ৷ 13 ফুটের এই EWS ডিভাইসের সাহায্যেই কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা যাবে ৷ দাবি, পোলবার কারখানার কর্ণধার শান্তনু ঘোষ এবং খড়্গপুর IIT-র প্রাক্তনী এবং অ্যামেরিকার স্ট্যানফোর্ডের ছাত্র দেবায়ন সাহার ৷ দেবায়ন ছাড়াও এই মেশিন আবিষ্কারের নেপথ্যে রয়েছে অ্যামেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং দিল্লি এইমসের চিকিৎসক শশীরঞ্জন এবং খড়্গপুর IIT-র ইঞ্জিনিয়ার অঙ্কিত মিনারা ৷ মেশিনটির নাম 'মাইনাস কোরোনা' ৷
'মাইনাস কোরোনা',অত্যাধুনিক যন্ত্র আটকাবে সংক্রমণ - COVID-১৯
প্রতিষেধক যতদিন না বাজারে আসে ততদিন এই মারণ ভাইরাস আটকাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । সেই ভাবনা থেকেই 'মাইনাস কোরোনা' ডিভাইস তৈরি করেছে দুই বেসরকারী সংস্থা । হুগলির পোলবার সুগন্ধায় একটি পাখা তৈরির কারখানায় তৈরি করা হয়েছে এই ডিভাইসটি ৷
কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন ৷ বিশ্বজুড়ে বিজ্ঞানীরা COVID-১৯ এর প্রতিষেধক খুঁজছেন । প্রতিষেধক যতদিন না বাজারে আসে ততদিন এই মারণ ভাইরাস আটকাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । সেই ভাবনা থেকেই 'মাইনাস কোরোনা' ডিভাইস তৈরি করেছে দুই বেসরকারী সংস্থা । হুগলির পোলবার সুগন্ধায় একটি পাখা তৈরির কারখানায় তৈরি করা হয়েছে এই ডিভাইসটি ৷ কীভাবে কাজ করবে এই মেশিন? পোলবার কারখানার কর্ণধার শান্তনু ঘোষ বলছেন, এর মাধ্যমে জলের অনুকে চার্জ করে স্প্রে করবে এই মেশিন । তার ফলে কোরোনা ভাইরাসের উপরিস্তরের প্রোটিনকে ভেঙে নষ্ট করে দেবে । ইলেক্ট্রো চার্জ ওয়াটার যেখানে পড়বে সেই জায়গাকে স্টেরিলাইজড করতে এই ডিভাইস ৷ এতেই নষ্ট হবে মারণ ভাইরাস । ভিডিয়ো কলে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবায়ন সাহা জানান, "ভাইরাসের ড্রপলেট কোনও জায়গায় পড়লে সেখানে অনেকক্ষণ বেঁচে থাকে । কারণ ভাইরাসের উপর একটা প্রোটিনের আস্তরণ থাকে । মাইনাস করোনা যন্ত্রের সাহায্যে উচ্চক্ষমতার বিদ্যুৎ জল স্প্রে করলে সেই ভাইরাস নষ্ট হবে ৷ আপাতত শুধু জলের ব্যবহার হলেও পরে কিছু জীবাণুনাশক কেমিকেল মিশিয়ে স্প্রে করা যেতে পারে ।" দেবায়ন আরও বলেন, "জাপান, চিন, তাইওয়ানের মত দেশে এর ব্যবহার হচ্ছে । তবে ভারতে এখনও এই মেশিনের ব্যবহার শুরু হয়নি । আর কিছু দিনের মধ্যে স্মল EWS ডিভাইসও তৈরি হয়ে যাবে ৷" খড়্গপুর IIT-র ইঞ্জিনিয়ার অঙ্কিত মিনারা বলেন, "ভাইরাস ধ্বংস করতে বিদ্যুতের সাহায্যে জল স্প্রে করা হবে যেটা আইওনাইজড ড্রপলেট হয়ে বাইরে ছড়িয়ে পড়ে ভাইরাসকে ধ্বংস করবে ।" হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে গবেষণা হয় বছর পাঁচেক আগে । এই মেশিনের সাহায্যে হাসপাতাল, বাজার, বাস টার্মিনাসে স্প্রে করা যাবে ৷
মেশিনের সঙ্গে তাঁরা এই প্রযুক্তিও সরকারের হাতে তুলে দিতে চায় ৷ শান্তনু ঘোষ বলেন, "রাজ্য দেশ তথা বিশ্ববাসীর কাজে লাগলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে । IIT ও IIMA-র মতো সংস্থার সঙ্গে আমরা যুক্ত । এখানে যারা বিজ্ঞানী আছেন তারা মলিকুলার বায়োলজি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন । সেই টিম নিয়ে আমরা একটি সংস্থার মাধ্যমে কাজ করছি । মাত্র পনেরো দিনে জাম্বো EWS ডিভাইস তৈরি করা হয়েছে । সেটা আজ লঞ্চ করছি । আমাদের একটাই উদ্দেশ্য, কোরোনা ভাইরাস থেকে দেশকে মুক্ত করা ৷ এতে লাখ কোটি মানুষের উপকার হবে । এই প্রযুক্তি সকলের কাছে পৌঁছে দিতে চাই ।"