ডানকুনি, (হুগলি) 15 জুন : কোভিড-19 ভ্যাকসিন না পেয়ে পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে দেওয়া, গাড়ি ভাঙচুরের হুমকি দিলেন এক ভ্যাকসিন গ্রাহক । জানা গিয়েছে, তিনি একজন বিজেপি কর্মী ৷ ঘটনাটি ডানকুনির 3 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই বিজেপি কর্মীকে আটক করে ৷
14 জুন ভ্যাকসিন নেওয়ার মেসেজ আসে গ্রাহকদের মোবাইলে । সেইমতো 3 নং ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এলে তাঁদের বলা হয় ভ্যাকসিন নেই, দেওয়া যাবে না । তখন দেবাশিস গেটে নামে এক ভ্য়াকসিন গ্রাহক তাঁর মোবাইলে আসা মেসেজ দেখিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের দাবি করেন। উল্লেখ্য, দেবাশিস বিজেপি কর্মী ৷ কিন্তু স্বাস্থ্যকর্মীরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নেই, আগের দিন একটি ক্যাম্পে সব ভ্যাকসিন ফুরিয়ে গিয়েছে, বিষয়টি তাঁদের নাগালের বাইরে ৷ কিন্তু তারপরও দেবাশিস স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ ৷ স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে, গাড়ি ভাঙচুর করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । স্বাস্থ্যকর্মীরা বিষয়টি ডানকুনির পুরপ্রশাসক হাসিনা শবনমকে জানান । তিনি পুলিশকে খবর দিলে ডানকুনি থানার পুলিশ গিয়ে বিজেপি কর্মী দেবাশিস গেটেকে আটক করে । বিষয়টি নিয়ে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির রাজনীতি ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি অহেতুক ঝামেলা পাকানোর চেষ্টা করছে । বিজেপির দাবি, ভ্যাকসিন পাওয়া নিয়ে জিজ্ঞাসা করার অধিকার সকলের আছে ।