রঘুনাথগঞ্জ, 7 জুন : বাজ পড়ে রাজ্যে প্রাণ গেল 27 জনের। তাঁদের মধ্যে বেশিরভাগই মাঠে চাষের কাজ করছিলেন । হুগলিতে মৃত্যু হয়েছে 11 জনের, মুর্শিদাবাদে 9 জন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় দুজন, নদিয়ায় একজন ও রাজ্যের অন্যান্য জায়গায় মৃত্যু হয়েছে 4 জনের ।
হুগলির আরামবাগে বজ্রপাতে মৃত্যু হয়েছে পাঁচজনের । অন্যদিকে হরিপালে, সিঙ্গুর, পোলবা, তারকেশ্বর ও গোঘাটে মোট 6 জনের প্রাণ হারিয়েছে । এদিন দুপুর নাগাদ মাঠে চাষের কাজ করছিলেন রঘুনাথগঞ্জ থানার নওদা গ্রামের চাষিরা । সেইসময় বাজ পড়ে মারা যান 6 জন, গুরুতর আহত হন আট জন । তাঁরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । একইসঙ্গে জঙ্গিপুর মহকুমার সুতি থানার আহিরণে মৃত্যু হয় আরও একজনের । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জেরে বহরমপুরে এক নির্মীয়মান বাড়িতে দাঁড়িয়েছিলেন তিনজন । সেই সময় বাজ পড়ে ঘটনাস্থলেই দু‘জনের মৃত্যু হয় । তৃতীয়জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।