ভদ্রেশ্বর, 27 জুলাই:নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ভদ্রেশ্বর থানার পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে আটক করেছে ৷ বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের তেলিনিপাড়া রাজাবাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মেয়েটি ও বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করার পর বিষয়টি পরিষ্কার হবে ৷
অভিযুক্তের এলাকায় একটি খড়, বিচুলির দোকান আছে ৷ এদিন সেই দোকানেই চাঁদা তুলতে এসেছিলেন স্থানীয় যুবকরা ৷ তাদের দাবি, সেই সময়ে একটি নাবালিকাকে দোকানে অসংলগ্ন অবস্থায় বসে থাকতে দেখেন তারা ৷ ওই যুবকদের বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় তারা নাবালিকার সঙ্গে কথা বলেন ৷ অভিযোগ, নাবালিকাকে শ্লীলতাহানি করে ওই দোকানদারই। ঘটনাটি এলাকায় চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধের দোকানের সামনে জমায়েত করে ক্ষোভ প্রকাশ করতে থাকে ৷ উত্তেজনার খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ভদ্রেশ্বর থানার পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক করা হয় বৃদ্ধকে। বেশ কয়েকজন সাক্ষীর ভিত্তিতে শ্লীলতাহানি অভিযোগ দায়ের করে পরিবার।