পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Sexual Abuse : টিভি দেখানোর অছিলায় নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার প্রতিবেশী - টিভি দেখানোর অছিলায় নাবালিকাকে যৌন নির্যাতন

হুগলির পাণ্ডুয়ার এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে (Minor Sexual Abuse ) ৷ অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷

Minor Sexually Abused
Minor Sexually Abused

By

Published : Dec 30, 2021, 12:51 PM IST

Updated : Dec 30, 2021, 1:28 PM IST

পান্ডুয়া, 30 ডিসেম্বর : টিভি দেখানোর নাম করে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ (Minor Sexual Abuse ) ৷ হুগলির পাণ্ডুয়ার এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে ৷ অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ বছর বাইশের ওই অভিযুক্ত যুবকের নাম সুজন বাউল দাস ৷ নির্যাতিতা বর্তমানে চুঁচুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় নাবালিকার মা-বাবা দু'জনেই বাড়ির বাইরে ছিলেন ৷ অভিযোগ, সেই সুযোগে টিভি দেখানোর অছিলায় মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় যুবক ৷ এরপর নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় ৷ মেয়েটি যন্ত্রণায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা জড়ো হয় ৷ ঘটনার খবর পৌঁছয় মেয়েটির মা-বাবার কাছে ৷ নির্যাততাকে প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর চুঁচুড়ার একটি হাসপাতালে পাঠানো হয় ৷

আরও পড়ুন : Girls molested in UP school : রাতভর স্কুলে যৌন হেনস্থা, ডিএম'কে চিঠি দিল রাজ্য মহিলা কমিশন

অভিযুক্ত সুজন বাউল দাসের নামে পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির মামা ৷ অভিযোগের ভিত্তিতে রাতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা করে তদন্ত শুরু করেছে । ধৃতকে আজ চুঁচুড়া আদালতে পাঠানো হবে । অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা ৷ ঘটনার নিন্দা করে শাস্তির দাবি করেছেন পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী ।

Last Updated : Dec 30, 2021, 1:28 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details